সবচেয়ে সস্তায় কেনা যাবে Nothing Phone 3a সিরিজ, ফ্লিপকার্ট দিচ্ছে গ্যারান্টেড ভ্যালু অফার

গত ৪ মার্চ Nothing Phone 3a সিরিজটি বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC) লঞ্চ হয়েছিল। এই সিরিজের অধীনে দুটি মডেল এসেছে – Nothing Phone 3a Pro এবং Phone 3a। ভারতে এই ফোনের প্রথম সেল শুরু হবে ১১ মার্চ থেকে। আপনি যদি এই ফোনগুলির কোনও একটি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে এদের দাম কমানো যাবে।
আসলে, Nothing Phone 3a Pro বা Phone 3a এর উপর ফ্লিপকার্ট গ্যারান্টেড এক্সচেঞ্জ ভ্যালু (জিইভি) প্রোগ্রাম ঘোষণা করেছে। এই প্রোগ্রামে পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে সেরা মূল্য পাওয়া যাবে। এতে করে আপনি Nothing Phone 3a সিরিজ কম দামে কিনতে পারবেন। Nothing Phone 3a এর প্রথম সেলের সময় এই সুবিধা পাওয়া যাবে।
ফ্লিপকার্ট গ্যারান্টেড এক্সচেঞ্জ ভ্যালুর শর্ত
গ্যারান্টেড এক্সচেঞ্জ ভ্যালু প্রোগ্রামটি ২০২১ সালে বা তার পরে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস, স্যামসাং এবং নাথিং স্মার্টফোনগুলির জন্য প্রযোজ্য। এছাড়া ২০১৯ বা তার পরে আসা আইওএস ডিভাইসগুলিও এই প্রোগ্রামের আওতায় এক্সচেঞ্জ করা যাবে। উল্লেখ্য, এই অফারটি শুধুমাত্র নতুন Nothing স্মার্টফোনের প্রথম সেলে প্রযোজ্য। উল্লেখ্য, Nothing Phone 3a আগামী ১১ মার্চ থেকে কেনার জন্য উপলব্ধ হবে, আর 3a Pro আগামী ১৫ মার্চ থেকে কেনা যাবে।
ফ্লিপকার্টে Nothing Phone 3a সিরিজের ডিভাইস কেনার সময় গ্যারান্টেড এক্সচেঞ্জ ভ্যালুর অফারের সুবিধা নিতে, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:
– আপনার ঠিকানা বা পিন কোড লিখুন।
– ‘বাই উইথ এক্সচেঞ্জ’ বেছে নিন এবং তালিকাভুক্ত মডেলগুলি থেকে এক্সচেঞ্জ করতে চাওয়া ডিভাইসটি বেছে নিন।
– গ্যারান্টেড এক্সচেঞ্জ ভ্যালু স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করা হবে।
– এরপর স্ক্রীনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।
– ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, ডেলিভারির সময় কোনও বাড়তি ছাড় দেওয়া হবে না। স্মার্টফোনের ব্র্যান্ড ও মডেল যাচাই করতে ডেলিভারি এজেন্ট একটি ডায়াগনস্টিক অ্যাপ ব্যবহার করবে।
Nothing Phone 3a, Phone 3a Pro এর ভারতে দাম
নার্থিং ফোন ৩এ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি কনফিগারেশনের দাম ২৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। এটি তিনটি কালারে এসেছে – কালো, নীল এবং সাদা।
নার্থিং ফোন ৩এ প্রো এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৮ জিবি এবং ১২ জিবি র্যাম বিকল্পের সাথে এসেছে, যাদের দাম যথাক্রমে ৩১,৯৯৯ টাকা এবং ৩৩,৯৯৯ টাকা। এটি কালো ও ধূসর রঙে পাওয়া যাবে।