iPhone 17 সিরিজে নতুন চমক, ফাঁস সমস্ত মডেলের কালার অপশন, আসছে iPhone 17 Air মডেল

আর কয়েক মাস পরে অর্থাৎ সেপ্টেম্বরে বাজারে আসতে পারে Apple-এর নতুন iPhone 17 সিরিজ। স্বাভাবিকভাবেই সিরিজের ফোনগুলি নিয়ে নানান তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই কয়েকটি রিপোর্ট থেকে, মডেলগুলির ডিজাইন ও ফিচার সম্পর্কে ধারণা পাওয়া গেছে। আজ আবার এই সিরিজের স্মার্টফোনগুলির কালার অপশন সম্পর্কে জানা গেল। আশা করা হচ্ছে, নতুন সিরিজে মোট চারটি মডেল থাকবে – iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।
iPhone 17 সিরিজের কালার অপশন ফাঁস
জনপ্রিয় টিপস্টার ও রিভিউয়ার সনি ডিকসন (@SonnyDickson) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আইফোন ১৭ সিরিজের একাধিক লেন্স প্রোটেকশন কভারের ছবি শেয়ার করেছে। কভারগুলিতে যে রঙ দেখা যাচ্ছে, সেগুলিই সম্ভবত আসন্ন আইফোন মডেলগুলির অফিশিয়াল কালার অপশন হবে।
জানা গেছে, আইফোন ১৭ মডেলটি ছয়টি কালার অপশনে আসবে – ব্ল্যাক, গ্রে, সিলভার, লাইট ব্লু, লাইট গ্রিন ও লাইট পার্পেল। অন্যদিকে, নতুন আইফোন ১৭ এয়ার মডেলটি পাওয়া যাবে ব্ল্যাক, সিলভার, লাইট গোল্ড এবং লাইট ব্লু কালার অপশন। এর আগেও একটি রিপোর্টে ফোন দুটি এই কালার অপশন সহ আসবে বলে দাবি করা হয়েছিল।
এদিকে, iPhone 17 Pro এবং Pro Max ফোন দুটির জন্য যে কভারের ছবি ফাঁস হয়েছে, সেগুলি কিছুটা ভিন্ন। মডেল দুটি ব্ল্যাক, গ্রে, সিলভার, ডিপ ব্লু, এবং অরেঞ্জ কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, এই অরেঞ্জ কালার অপশন ডিপ গোল্ড বা কপার কালারও হতে পারে।
এর আগের একটি রিপোর্টে থেকে সামনে এসেছে, iPhone 17 Pro মডেল দুটিতে Apple-এর লোগোর পজিশনে পরিবর্তন দেখা যাবে। এখনকার ফোনগুলির তুলনায় লোগোটি অল্প নিচে থাকবে। ক্যামেরার ডিজাইনেও আসবে বড় পরিবর্তন। তিনটি ক্যামেরা থাকবে গোল ইউনিটে, যেগুলো সাজানো থাকবে ফোনের বামদিকে, একটি আয়তাকার ক্যামেরা বারের মধ্যে।