Vodafone Idea গ্রাহকদের জন্য বড় সুযোগ, Vi Games এর মাধ্যমে জিতুন ৪৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়ার (Vi) গ্রাহকদের জন্য দারুন খবর। দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এবার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার। এই অফারে মাত্র ১ টাকায় জেতা যাবে ৪৯৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান। আজ্ঞে হ্যাঁ! ভোডাফোন আইডিয়ার গেমিং প্ল্যাটফর্ম Vi Games এর মাধ্যমে এই সুযোগ পাওয়া যাবে। আগামী ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত এই সযোগ পাবে গ্রাহকরা।

Vodafone Idea দিচ্ছে ৪৯৯৯ টাকার প্ল্যান জেতার সুযোগ

টেলিকমটকের রিপোর্ট অনুযায়ী, Vi Games অ্যাপে এখন ‘Galaxy Shooters Freedom Fest Edition’ আয়োজন করা হয়েছে। এই অনলাইন ক্লাউড গেমিং প্ল্যাটফর্মে গেম খেলে গ্রাহকরা রিচার্জ প্ল্যান জিততে পারবে। সবচেয়ে বড় পুরস্কার ৪৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান। ৩১ আগস্টের পর অফিসিয়াল Vi অ্যাপে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। বিজয়ীরা পুরস্কার দাবি করার জন্য এসএমএসের মাধ্যমে একটি লিঙ্ক পাবেন।

৪৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান ছাড়া অন্যান্য পুরস্কার

Vi Games আয়োজিত Galaxy Shooters Freedom Fest Edition-এ অন্যান্য পুরস্কারও জেতা যাবে। এরমধ্যে রয়েছে মাত্র ১ টাকায় ৫০ জিবি ডেটা প্যাক। আবার কেউ Vi Movies & TV–র সুপার সাবস্ক্রিপশন পেতে পারেন, যেখানে ১৯টি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের (যেমন Zee5, SonyLIV) কনটেন্ট একসাথে দেখা যাবে। এর সঙ্গে রয়েছে ১০ জিবি ডেটা এবং ৫০ টাকার গিফট ভাউচার জেতার সুযোগও। গেমিং প্ল্যাটফর্মে গ্রাহকরা অ্যাকশন, আর্কেড, পাজল থেকে শুরু করে স্ট্র্যাটেজি ধাঁচের নানান গেম খেলার সুযোগ পাবেন।

Vi এর ৪৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান

Vi এর ৪৯৯৯ টাকার কম্বো প্যাক হল পুরো টেলিকম ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে দামি প্রিপেইড প্ল্যান। এই বার্ষিক (৩৬৫ দিন) প্ল্যানে গ্রাহকরা পাবেন রোজ ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কল এবং ১০০ এসএমএস।

এর সাথে দেওয়া হয় Vi Movies & TV প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ও ১ বছর ধরে Amazon Prime দেখার সুবিধা। এরসঙ্গে পাওয়া যায় ডেটা ডিলাইট, উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধা।