Redmi Note 15 সিরিজে এবার 90W ফাস্ট চার্জিং সাপোর্ট, লঞ্চের আগে 3C থেকে মিললো অনুমোদন

চীনে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi Note 15 সিরিজ। এই সিরিজের অধীনে Note 15, Note 15 Pro এবং Note 15 Pro+ মডেল তিনটি বাজারে আসতে পারে। চলতি মাসের শুরুতেই 25080RABDC মডেল নম্বরের একটি Redmi ফোনকে ৪৫ ওয়াটের চার্জারের সাথে দেখা গিয়েছিল চীনের 3C সার্টিফিকেশন সাইটে। অনুমান করা হচ্ছে এটি Redmi Note 15 মডেল হতে পারে। এখন আবার আরেকটি Redmi ডিভাইসকে একই সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে।এটিও আসন্ন সিরিজের আরেকটি মডেল হবে।

Redmi Note 15 সিরিজের নতুন স্মার্টফোন পেল 3C থেকে ছাড়পত্র

নতুন রেডমি ফোনটি 3C ডেটাবেসে 2510ERA8BC মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। আগের মডেলটির মতো এটিও CMIIT অথোরিটি থেকে ছাড়পত্র পেয়েছে। ফলে এটিও সত্ত্বর লঞ্চ হবে বলে অনুমান করা যায়।

জানিয়ে রাখি, তবে 2510ERA8BC মডেল নম্বরের ডিভাইসটির একাধিক ভার্সন সম্পর্কে ইতিমধ্যেই তথ্য ফাঁস হয়েছে। স্মার্টফোনটি 2510ERA8BT (থাইল্যান্ড), 2510ERA8BI (ভারত), ও 2510ERA8BG (গ্লোবাল মার্কেট) মডেল নম্বর সহ চীনের বাইরে পাওয়া যাবে। এদিকে Poco ব্র্যান্ডের অধীনে একই ধরনের একটি ফোনও সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যার মডেল নম্বর 2510EPC8BG। এই Poco ফোনটি এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারত বা দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে আসবে বলে মনে হচ্ছে।

Redmi Note 15 সিরিজের ফিচার

প্রসঙ্গত, গত বছর আসা Note 14 Pro এবং Pro+ মডেল দুটিতে যথাক্রমে ৪৫ ওয়াট এবং ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট ছিল। এবার ৯০ ওয়াট চার্জিংয়ের এই নতুন ডিভাইসটি Pro নাকি Pro+ মডেল হবে তা এখনও স্পষ্ট নয়।

এর আগে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে Note 15 Pro+ ফোনে থাকবে ১.৫কে রেজোলিউশন সহ কোয়াড-কার্ভড OLED ডিসপ্লে এবং ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল। আর সঙ্গে থাকবে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস চিপসেট ব্যবহার করা হবে। সাথে থাকবে ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ডুয়াল স্পিকার।