Vivo T4R 5G হবে ২০ হাজার টাকার কমে সবচেয়ে দ্রুত স্মার্টফোন, কবে লঞ্চ হচ্ছে

ভিভো অবশেষে তাদের T সিরিজের নতুন স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করল। আগামী ৩১ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে Vivo T4R 5G। এটি T4 সিরিজের চতুর্থ মডেল হিসেবে বাজারে আসতে চলেছে। লঞ্চের তারিখের পাশাপাশি ব্র্যান্ডটি ফোনটির রিয়ার ডিজাইন এবং কালার অপশনও শেয়ার করেছে। যা থেকে স্পষ্ট Vivo T4R 5G প্রিমিয়াম ফিল দেবে। আর এর কালার অপশনও ক্রেতাদের নজর কাড়বে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট Flipkart এই স্মার্টফোনের জন্য একটি মাইক্রো সাইট তৈরি করেছে।

Vivo T4R 5G হবে ২০ হাজার টাকার সেগমেন্টে সবচেয়ে দ্রুত স্মার্টফোন

মাইক্রোসাইট থেকে জানা গেছে, Vivo T4R 5G ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট, যা ৪ ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে তৈরি। এই প্রসেসরের ক্লক স্পিড ২.৬ গিগাহার্টজ এবং এটি অক্টা-কোর আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এই ডিভাইসটির Antutu স্কোর ৭.৫ লাখের বেশি, যা একে ২০,০০০ টাকার কমের সেগমেন্টে ভিভোর ফোনগুলির মধ্যে সবচেয়ে দ্রুত করে তুলেছে।

তুলনা খাতিরে জানিয়ে রাখি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ (যার স্কোর ৭.০২ লাখ) এবং স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ (প্রায় ৬.৩৫ লাখ স্কোর) চিপসেট কে বেঞ্চমার্ক টেস্টে পিছনে ফেলে দিয়েছে।

আগেই শোনা গিয়েছিল, T4R 5G মডেলটি সম্ভবত সম্প্রতি লঞ্চ হওয়া iQOO Z10R 5G এর রিব্র্যান্ড ভার্সন হবে। প্রসেসর ও অন্যান্য তথ্যের ভিত্তিতে বলা যায়, আগের রিপোর্টটাই সত্যি হতে চলেছে। দুটি ফোনের চিপসেট এবং ডিজাইনে পরিবর্তন পাওয়া যাবে না। কেবল মেমোরি ভ্যারিয়েন্টে আর কালার অপশনে কিছুটা পার্থক্য থাকতে পারে।

Vivo T4R 5G এর র‌্যাম ও স্টোরেজ

রিপোর্ট অনুযায়ী, Vivo T4R 5G বাজারে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসতে পারে। এর দাম রাখা হতে পারে ২০,০০০ টাকার কম।