OnePlus 15T হবে আরও সস্তা, টেক্কা দেবে Xiaomi 16 ও Samsung Galaxy S26 ফোনকে

২০২৬ সালে নতুন কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস। জানা গেছে এই স্মার্টফোনের নাম হবে OnePlus 15T। আর এই ডিভাইসটি Xiaomi 16 ও Samsung Galaxy S26-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটি OnePlus 13T এর উত্তরসূরি হিসেবে আসবে। ইতিমধ্যেই এর কিছু মুখ্য স্পেসিফিকেশন এসেছে। আজ জনপ্রিয় এক টিপস্টার এই ফোনের সম্ভাব্য দাম ফাঁস করেছেন। আসুন OnePlus 15T সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।
OnePlus 15T এর সম্ভাব্য দাম
২২ জুলাই উইবো-তে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, 15T-এর দাম রাখা হতে পারে 13T-এর থেকে কম। উল্লেখ্য আগের মডেলের চীনে দাম শুরু হয়েছিল ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৮,১০০ টাকা) থেকে। নতুন মডেলটি এরও কম দামে আরও শক্তিশালী স্পেসিফিকেশন অফার করবে।
যদিও আন্তর্জাতিক বাজারে স্মার্টফোনটির দাম এখনও জানা যায়নি, তবে আমেরিকায় OnePlus 15T ফোনের সম্ভাব্য মূল্য ৬০০ ডলারের (প্রায় ৫১,৮০০ টাকা) কাছাকাছি রাখা হতে পারে। এই কারণে ডিভাইসটি Galaxy S26-এর মতো কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ মডেলগুলির বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে।
OnePlus 15T এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
OnePlus 15T ফোনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এগুলি হবে প্রাইমারি, আল্ট্রাওয়াইড এবং টেলিফোটো লেন্স। এর সাথে পাওয়া যাবে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও।
ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যারের কথা বললে, OnePlus 15T স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অক্সিজেনওএস ১৬ কাস্টম স্কিনে চলবে।