6500 টাকার কমে 50 মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy M05 স্মার্টফোন, এখানে অফার

এন্ট্রি-লেভেল স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে আপনার জন্য সুখবর। Samsung Galaxy M05 ডিভাইসটি এখন কম দামে বিক্রি হচ্ছে। ডিভাইসটি গত বছর লঞ্চ হয়েছিল। এতে আছে এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও হেলিও জি৮৫ প্রসেসর। Samsung Galaxy M05 এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের দাম ছিল ৭,৯৯৯ টাকা। তবে এখন ফোনটি Amazon India-তে বিক্রি হচ্ছে মাত্র ৬,৪৯৯ টাকায়। অর্থাৎ ১,৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
Samsung Galaxy M05 এর উপর অন্যান্য অফার
অফার এখানে শেষ নয়, অ্যামাজন থেকে স্যামসাং ফোনটি কিনলে ৩২৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। আর আপনি যদি পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন তাহলে আরও ডিসকাউন্ট আদায় করে নিতে পারবেন। তবে এক্সচেঞ্জের ভ্যালু কত টাকা হবে তা নির্ভর করবে ফোনের বর্তমান অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Samsung Galaxy M05 এর ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে ও প্রসেসর
Galaxy M05 স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই কোর ৬.০ কাস্টম স্কিনে চলে।