Redmi 15C 5G এর ছবি সহ ফিচার ফাঁস, 6000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি পাবেন

Redmi 15 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। এই সিরিজের অধীনে বেশ কয়েকটি মডেল লঞ্চ হবে, যাদের মধ্যে উল্লেখযোগ্য – Redmi 15 5G, Redmi 15C 5G, Redmi 15, এবং Redmi 15C। ইতিমধ্যেই Redmi 15 ও 15C-এর 5G ও 4G ভার্সন নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার জনপ্রিয় টিপস্টার সুধাংশু আম্ভোরে Redmi 15C 5G-এর ডিজাইন ও স্পেসিফিকেশন ফাঁস করেছেন। রিপোর্ট অনুযায়ী, এই সিরিজ আগস্টে বাজারে এন্ট্রি নেবে।
Redmi 15C 5G এর ডিজাইন
টিপস্টারের শেয়ার করা ছবি অনুযায়ী, Redmi 15C 5G ফোনের সামনে দেখা যাবে নচ ডিসপ্লে। আর পিছনে দেখা যাবে বর্গাকার ও গোলাকারের মিশেলে ক্যামেরা মডিউল। এর পিছনে একাধিক ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ থাকবে। আর ডিভাইসটি অন্তত দুটি কালার অপশনে পাওয়া যাবে – গ্রিন এবং ল্যাভেন্ডার।
Redmi 15C 5G এর সম্ভাব্য ফিচার
টিপস্টার বলেছেন, রেডমি ১৫সি এর ইউরোপের ইউরোপীয়ান ভার্সনে থাকবে ৬.৯ ইঞ্চি এলসিডি প্যানেল, যার রেজোলিউশন এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২.০ কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য থাকবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
যদিও এর চিপসেট বা সেলফি ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে পিছনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Redmi 15C 5G দুটি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে – ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Redmi 15 সিরিজ সম্পর্কে আর কি কি জানা গেছে
রিপোর্ট অনুযায়ী, Redmi 15 5G মডেলটি স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট সহ আসতে পারে, আর Redmi 15C-এর 4G ভার্সন চলবে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসরে। তবে Redmi 15 4G-এর প্রসেসর সম্পর্কে এখনও কোনো তথ্য সামনে আসেনি।
Photo Credit: xpertpick