৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Motorola Edge 50 Pro এখন ৯৬০০ টাকা সস্তা

Motorola Edge 50 Pro আরও একবার অ্যামাজনে কম দামে বিক্রি হচ্ছে। এর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে ৩৫,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এখন অ্যামাজনে এখন ডিভাইসটি ২৬,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ফোনটির দাম কমেছে প্রায় ৯,৫০০ টাকা। এর সাথে YES ব্যাঙ্ক ও ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে করলে ১,৫০০ টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে।

আবার পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে মিলবে অতিরিক্ত ডিসকাউন্ট। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার পুরানো ফোনের অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। আসুন এবার Motorola Edge 50 Pro এর ফিচার দেখে নেওয়া যাক।

Motorola Edge 50 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে

মোটোরোলা এজ ৫০ প্রো এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ১.৫কে pOLED কার্ভড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২০০০ নিটস পিক ব্রাইটনেস ও HDR10+ সাপোর্ট করে।

প্রসেসর এবং ব্যাটারি

পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরার

ফটোগ্রাফির জন্য Motorola Edge 50 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।