ক্যামেরা হবে আরও দুর্দান্ত, OPPO Find X8 ফোনে এল জুলাই মাসের নতুন সফটওয়্যার আপডেট

ওপ্পো ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। OPPO Find X8 ফোনে চলে এল জুলাই ২০২৫-এর সফটওয়্যার আপডেট। এই আপডেটের ডাউনলোড সাইজ ১.০১ জিবি। এই আপডেটে স্মার্টফোনটির সিস্টেম আরও শক্তিশালী হবে। এছাড়া এতে বেশ কিছু নতুন ফিচারও যুক্ত হবে। ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো হবে। নতুন এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন ‘CPH2651_15.0.0.840(EX01)।’

OPPO Find X8 ফোনে এল জুলাই ২০২৫-এর সফটওয়্যার আপডেট

নতুন এই আপডেটের মাধ্যমে ওপ্পো ফাইন্ড এক্স৮ ডিভাইসে ‘সেভ টু মাইন্ড স্পেস’ ফিচার যোগ হবে, এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের স্ক্রিন কনটেন্ট স্মৃতির মতো সংরক্ষণ করতে পারবেন Mind Space-এ। আর ক্যামেরায় ‘সফট লাইট ফিল্টার’, যুক্ত হবে, যা পোর্ট্রেট ও ফটো মোডে তুলনামূলক ন্যাচারাল লুক পাওয়া যাবে।

ফটো বিভাগেও নতুন ফিচার যুক্ত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য ‘এআই গ্রুপ ফটো কম্পোজার’, যা গ্রুপ ছবিগুলি আরও নিখুঁতভাবে সাজাতে দেবে। এছাড়া ‘এআই পারফেক্ট শট’ ফিচারের মাধ্যমে সেরা ফ্রেম বেছে নেওয়া যাবে।

অ্যাপের ক্ষেত্রেও নতুন একাধিক ফিচার যুক্ত হয়েছে। যার মধ্যে আছে ‘গ্রাজুয়াল অ্যালার্ম ভলিউম’ – যা ধীরে ধীরে অ্যালার্মের ভলিউম বাড়াবে। রেকর্ডার অ্যাপে এসেছে কাস্টমাইজেবল গ্রুপিং সাপোর্ট এবং ‘ইন-পার্সন রেকডিং গ্রুপ’ এর সুবিধা।

OPPO Find X8 ফোনে আসা নতুন আপডেটের সাথে জুলাই ২০২৫-এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ করা হয়েছে, যা ডিভাইসের নিরাপত্তা ও সামগ্রিক পারফরম্যান্স আরও বাড়াবে।