ভারতে কত দাম রাখা হবে নতুন রেডমি ফোনের, লঞ্চের আগেই ফাঁস

আগামী 6 জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 14C 5G। ফ্লিপকার্ট আসন্ন হ্যান্ডসেটের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এখান থেকে ফোনটির ডিজাইন এবং ফিচার প্রকাশ এসেছে। আজ আবার Redmi 14C 5G এর দাম ফাঁস হয়েছে। এই ফোনটি বাজেট রেঞ্জে আসবে, যারা 15 হাজার টাকার কমে 5G ডিভাইস খোঁজ করছেন তাদের জন্য এটি আদর্শ হবে। আসুন ভারতে Redmi 14C 5G এর দাম কত হবে জেনে নেওয়া যাক।

ভারতে Redmi 14C 5G এর দাম

জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদবের মতে, রেডমি 14C 5G এর এমআরপি 13,999 টাকা রাখা হবে। এটি 4 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ মডেলের এমআরপি হবে। আর এর আসল দাম রাখা হবে 10,999 টাকা বা 11,999 টাকা। ফোনটি Mi.com, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে পাওয়া যাবে। রেডমি 14C 5G এর ল্যান্ডিং পেজ থেকে কি কি তথ্য উঠে এল দেখে নিন।

Redmi 14C 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রেডমি 14C 5G প্রিমিয়াম স্টারলাইট ডিজাইনের সাথে আসবে বলে জানা গেছে। ফোনটির সামনে দেখা যাবে 120Hz রিফ্রেশ রেট সহ 6.88-ইঞ্চি HD+ ডিসপ্লে। এটি TUV Rheinland সার্টিফিকেশন এবং আই-কমফোর্ট ডিসপ্লের সাথেও আসবে বলে নিশ্চিত করা হয়েছে। স্টারলাইট ব্লু, স্টারডাস্ট পার্পল এবং স্টারগেজ ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।

পারফরম্যান্সের জন্য রেডমি 14C 5G ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরার কথা বললে, স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সহ আসবে। এতে সম্ভবত 18W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ 5160mAh ব্যাটারি দেওয়া হবে।