প্রথমবার লঞ্চের আগে ভারতে শুরু হচ্ছে iPhone 17 সিরিজের প্রোডাকশন, সেপ্টেম্বর লঞ্চের ব্যাপক সম্ভাবনা

ভারতে অ্যাপলের পরবর্তী আইফোন সিরিজ, অর্থাৎ iPhone 17 তৈরির কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ফোনগুলির কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ভারতের এক কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাছে পৌঁছে গেছে। আশা করা হচ্ছে, জুলাই মাস থেকেই শুরু হতে চলেছে iPhone 17 সিরিজের ট্রায়াল প্রোডাকশন, আর বড় আকারে উৎপাদন শুরু হবে আগস্ট থেকে। এর পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে নতুন আইফোন সিরিজ লঞ্চ হবে।

ভারতে শুরু হচ্ছে iPhone 17 এর ট্রায়াল প্রোডাকশন

ভারতে‌ এই প্রথমবার লঞ্চের আগে আইফোন তৈরির কাজ শুরু হচ্ছে। কয়েক বছর আগেও অ্যাপলের প্রোডাক্ট তৈরির কাজ পুরোপুরি চীন নির্ভর ছিল। তবে iPhone SE মডেল থেকে পরিস্থিতি বদলেছে, ধীরে ধীরে ভারতে উৎপাদনের পরিমাণ বাড়িয়েছে অ্যাপল। এখন আইফোন ১৭ সিরিজের প্রাথমিক প্রোডাকশনও শুরু হতে চলেছে এদেশে।

দা ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে দাবি করেছে, ফক্সকন সম্প্রতি চীন থেকে কিছু আইফোন কম্পোনেন্ট আমদানি করেছে। এর মধ্যে আছে আইফোন ১৭-এর কম্পোনেন্ট। যদিও পুরো শিপমেন্ট ছিল মূলত আইফোন ১৬ এবং পুরনো আইফোন ১৪ মডেলের জন্য। যেহেতু ভারতে এই দুই পুরানো মডেলের চাহিদা এখনও আছে। তবে এর সাথে আসন্ন মডেলের কম্পোনেন্টও আনা হয়েছে।

এই থেকেই অনুমান করা হচ্ছে, ফক্সকন শীঘ্রই ভারতে iPhone 17 সিরিজের পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস থেকে ভারতে এবং চীনে একসঙ্গে এদের ব্যাপক প্রোডাকশন শুরু হবে।

সূত্র মারফত জানা গেছে, আপকামিং সিরিজের অধীনে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max মডেলের পাশাপাশি এবছর নতুন মডেল হিসেবে iPhone 17 Air (বা iPhone 17 Slim) লঞ্চ হবে। এই ফোনটি হবে অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন।