Redmi আনছে নতুন স্মার্টফোন, ৮ জিবি র্যামের সাথে থাকবে ২৫৬ জিবি স্টোরেজ

সম্প্রতি একটি Redmi স্মার্টফোন সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি বা IMDA সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে। এর মডেল নম্বর হল 25062RN2DA। আশা করা যায় সিঙ্গাপুর সহ আন্তর্জাতিক বাজারে ফোনটি দ্রুত লঞ্চ হবে। এটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। আর এই রেডমি ফোনটি HyperOS কাস্টম স্কিনে চলবে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক
Redmi-র নতুন ফোন বাজারে আসছে
IMDA ডেটাবেস থেকে জানা গেছে, এই রেডমি স্মার্টফোনে ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করবে। যদিও এর নাম এখনও প্রকাশ্যে আসেনি, তবে সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পাওয়ার অর্থ ডিভাইসটি সত্ত্বর লঞ্চ হবে।
জানিয়ে রাখি, এই রেডমি ফোনের অনুরূপ দুটি ভ্যারিয়েন্ট, 25062RN2DL এবং 25062RN2DY মডেল নম্বর সহ, আগে থেকেই আমেরিকার FCC ও ইউরোপের EEC সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। FCC ডেটাবেস থেকে সামনে এসেছে যে, এতে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই ৫, ব্লুটুথের একাধিক ভার্সন সাপোর্ট করবে। আর ডিভাইসটি শাওমির নতুন HyperOS 2.0 কাস্টম স্কিনে চলবে।
আর রেডমির এই স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানা গেছে – ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।
আশা করা যায়, রেডমি কয়েক সপ্তাহের মধ্যেই এই ফোনের টিজার প্রকাশ করবে। এছাড়া ডিভাইসটি আরও কয়েকটি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হবে এবং সেখান থেকে এর সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসবে।