BSNL নিয়ে এল ৭২ দিনের নতুন রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল ও রোজ ২ জিবি ডেটা সহ অনেক সুবিধা

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL তাদের গ্রাহকদের জন্য লঞ্চ করল ৭২ দিনের নতুন রিচার্জ প্ল্যান। ৫০০ টাকার কম মূল্যে আসা এই প্ল্যানে দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০ পাওয়া যাবে। আর এই প্ল্যানের দাম ৪৮৫ টাকা। এটি একটি প্রিপেইড প্যাক। Jio ও Airtel এর মতো বেসরকারি সংস্থার প্ল্যানের দাম যেখানে আকাশছোঁয়া, সেখানে সরকারি টেলিকম কোম্পানির এই প্যাক গ্রাহকদের যথেষ্ট স্বস্তি দেবে।
BSNL লঞ্চ করল ৭২ দিনের ভ্যালিডিটি সহ ৪৮৫ টাকার প্ল্যান
বিএসএনএল এর নতুন ৪৮৫ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৭২ দিন। যারা ৫০০ টাকার কমে বেশি দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্যাক খোঁজ করছিলেন তাদের জন্য এটি উপযুক্ত।
আনলিমিটেড কলিংয়ের সুবিধা
BSNL এর এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। আপনি ভারতে যেকোনো নেটওয়ার্কে সীমাহীন লোকাল, এসটিডি কল করতে পারবেন।
দৈনিক ইন্টারনেট ডেটা
BSNL এর ৪৮৫ টাকার প্ল্যানে রোজ ২ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়। অর্থাৎ পুরো ভ্যালিডিটি জুড়ে গ্রাহকরা ১৪৪ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।
SMS সুবিধা
এই BSNL প্ল্যানে আনলিমিটেড কল এবং ডেটা সুবিধা ছাড়াও প্রতিদিন ১০০টি এসএমএস মিলবে। অর্থাৎ এটি একটি কম্বো প্ল্যান। আপনার এলাকায় যদি কোম্পানির নেটওয়ার্ক থেকে থাকে এবং আপনি কম খরচে বেশি ইন্টারনেট ডেটা ব্যবহার করতে চান, তাহলে এই প্ল্যানটি বেছে নিতে পারেন।