IPL 2025: রিয়ান পরাগের বোলিংয়ের সাথে ‘মিক্সড পাকোড়া’-র তুলনা, গাভাস্কারের মন্তব্যে হাসির রোল

আইপিএল ২০২৫ (IPL 2025) -এর ৫৩তম ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রাজস্থান রয়্যালসের (RR) মধ্যে হাই-স্কোরিং এক উত্তেজনাপূর্ণ লড়াই দেখা গেল। প্রথমে ব্যাট করে কলকাতা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ২০৬ রানের বড় স্কোর। কলকাতার শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্সের মধ্যেও বিশেষ আলোচনায় উঠে আসে এক হাস্যকর ও স্মরণীয় মুহূর্ত, যা ঘটেছিল কমেন্ট্রি বক্সে।
কলকাতার ইনিংসের সময়ে ১৩তম ওভারে রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রিয়ান পরাগ বল করতে আসেন। ওই ওভারের চতুর্থ বলেই তিনি অজিঙ্ক রাহানেকে ৩০ রানে আউট করে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তবে এই আউটের চেয়েও বেশি নজর কেড়ে নেয় ধারাভাষ্যকার সুনীল গাভাসকরের একটি ব্যতিক্রমী মন্তব্য।
রাহানে আউট হওয়ার পর গাভাসকর রিয়ান পরাগের বোলিং স্টাইল নিয়ে বলেন, “আপনি কি কখনও থালায় রাখা মিক্সড পাকোড়া খেয়েছেন? আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম – সব মিলে একসাথে থাকে যেমন, তেমনই রিয়ানের বোলিং। কোনো নির্দিষ্ট ধরণ নেই, একেবারে মিক্সড পাকোড়ার মতো।”
এমন মন্তব্য শুনে কমেন্ট্রি বক্সে থাকা প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান এবং অ্যালেন উইলকিনস হেসে ওঠেন। অ্যালেন মজা করে বলেন, “আমি কখনও কোনও বোলার সম্পর্কে এমন তুলনা শুনিনি। দুর্দান্ত বললেন, সানি!”
এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিন্নধর্মী এই তুলনার মাধ্যমে গাভাসকর আবারও প্রমাণ করলেন যে, কেবল ধারাভাষ্যই নয়, রসবোধেও তিনি অনন্য।