Samsung এর অন্যতম সস্তা ফোন হবে Galaxy F36 5G, কাল লঞ্চের আগে দাম ও ফিচার ফাঁস

Samsung চলতি সপ্তাহে বাজারে আনছে নতুন 5G ফোন। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, আগামীকাল, ১৯ জুলাই ২০২৫ তারিখে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy F36 5G। ইতিমধ্যেই ফ্লিপকার্ট-এ এই স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে লঞ্চের এক দিন আগে আজ এই ডিভাইসের সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন সামনে আনা হয়েছে। জানা গেছে, Galaxy F36 5G হতে চলেছে Samsung-এর অন্যতম সস্তা 5G ফোন।

Samsung Galaxy F36 5G-এর দাম ভারতে কত হতে পারে

ফ্লিপকার্টের মাইক্রোসাইটে জানানো হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি স্মার্টফোনের দাম ২০,০০০ টাকার কম রাখা হবে। অর্থাৎ যারা বাজেট সেগমেন্টে নতুন ৫জি ফোন খোঁজ করছেন, তাদের জন্য এটি আদর্শ বিকল্প হতে চলেছে। ডিভাইসটি সম্ভবত দুটি ভ্যারিয়েন্টে আসবে — ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ।

স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – ইলেকট্রিক ব্ল্যাক, মিস্টিক গ্রিন এবং ক্রিমসন রেড। এটি স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে। ক্রেতারা এর সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস ও নো-কস্ট ইএমআই-এর সুবিধা নিতে পারবেন।

Samsung Galaxy F36 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস পিএলএস LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে স্যামসাং এর নিজস্ব এক্সিনস ১৩৩০ চিপসেট। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F36 5G এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং LED ফ্ল্যাশ থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। করবে। এতে আইপি৫২ রেটিং থাকবে।