সস্তা iPhone 17 মডেলেও থাকবে নতুন প্রসেসর সহ ৮ জিবি RAM, লঞ্চের আগে তথ্য ফাঁস

অ্যাপলের পরবর্তী iPhone 17 সিরিজ নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই জানা গেছে, এই সিরিজের অধীনে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max মডেলগুলি আসবে। আর ডিভাইসগুলি আগামী ৮ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হবে। এখন আবার এদের প্রসেসর ও র‍্যাম সম্পর্কিত তথ্য ফাঁস হল। এই রিপোর্ট সত্যি হলে, আসন্ন সিরিজের প্রো মডেলগুলির পরেই অবস্থান করবে iPhone 17 Air ফোনটি।

iPhone 17 সিরিজের চিপসেট ও র‌্যাম সম্পর্কিত তথ্য ফাঁস

এর আগে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল যে, আইফোন ১৭ ফোনে পারফরম্যান্সের জন্য থাকবে A18 চিপ। কিন্তু চীনা ফার্ম GF Securities-এর বিশ্লেষক জেফ পু সম্প্রতি জানিয়েছেন, এই তথ্য সঠিক নয়। তার দাবি, আইফোন ১৭ এবং আইফোন ১৭ এয়ার ডিভাইসে নতুন A19 চিপসেট ব্যবহার করা হবে।

অন্যদিকে, আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলে থাকবে আরও শক্তিশালী A19 Pro চিপসেট। আগের রিপোর্টগুলিতেও একই দাবি করা হয়েছিল। এদিকে আসন্ন সিরিজেই চারটি মডেলেই পাওয়া যাবে অ্যাপলের নিজস্ব ওয়াই-ফাই ৭ চিপ।

এদিকে, আগের রিপোর্টগুলিতে বলা হয়েছিল, আইফোন ১৭ সিরিজের র‍্যাম বাড়তে পারে, কিন্তু জেফ পু বলছেন, বেস মডেল আইফোন ১৭-এ থাকবে আগের মতোই ৮ জিবি LPDDR5 র‍্যাম। আর প্রো ও প্রো ম্যাক্স ভার্সনে মিলবে ১২ জিবি LPDDR5X র‍্যাম, এবং iPhone 17 Air ফোনে পাওয়া যাবে ১২ জিবি LPDDR5 র‍্যাম।

ডিসপ্লের কথা বললে, iPhone 17 ডিভাইসটি ৬.৩ ইঞ্চি ওএলইডি স্ক্রিন সহ আসতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পিছনে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা, যার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি ব্ল্যাক, গ্রে, সিলভার, লাইট ব্লু, লাইট গ্রিন ও লাইট পার্পল কালার অপশনে আসতে পারে।