শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এবার সেলফ ডেভেলপ প্রসেসর, ফাটাফাটি পারফরম্যান্সের আশ্বাস

শাওমি তাদের নতুন স্মার্টফোন Xiaomi 15 Ultra শীঘ্রই বাজারে নিয়ে আসছে। গত কয়েকমাস ধরে এই ফ্ল্যাগশিপ ফোনটি চর্চায় আছে। আশা করা হচ্ছে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2025) ইভেন্টে ডিভাইসটির উপর থেকে পর্দা সরানো হবে। তার আগে আজ এক্স প্ল্যাটফর্মে এক টিপস্টার দাবি করেছেন, এই স্মার্টফোনে নতুন সেলফ ডেভেলপড চিপসেট থাকবে। এই মুহূর্তে এই প্রসেসরের কার্যকারিতা এবং এর স্পেসিফিকেশন জানা যায়নি, তবে দাবি করা হচ্ছে যে এই চিপসেটের নাম হতে পারে ‘স্মল সার্জ’।

চিপসেটের নাম থেকে ধারণা করা হচ্ছে, এটি কোম্পানির সার্জ সিরিজের চিপসেটের অংশ হতে পারে। এই চিপসেটগুলি দুর্দান্ত ব্যাটারি কন্ট্রোল করে আরও ভাল ব্যাটারি লাইফ এবং চার্জিংয়ের সময় কমিয়ে আনে। আশা করা যায় স্মল সার্জও একই সুবিধা দেবে বা কোম্পানি এটিকে সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ হিসেবে ব্যবহার করতে পারে।

Xiaomi 15 Ultra ভারতের BIS থেকে ছাড়পত্র পেয়েছে

এর আগে শাওমি ১৫ আল্ট্রা সম্পর্কে জানা গিয়েছিল যে, এই ফোনটি ১০ সেন্টিমিটার± ম্যাক্রো ফোকাস, নতুন ফটোগ্রাফি কিট এবং উন্নত লেন্স কোটিং সহ আসতে পারে। এর আগে ডিভাইসটি বিআইএস অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ডেটাবেসেও অন্তর্ভুক্ত হয়েছিল। শাওমির এই হ্যান্ডসেটটি কোম্পানির ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে দেওয়া সবচেয়ে বড় ব্যাটারির সাথে আসতে পারে।

ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি জানিয়েছিল যে, শাওমি ১৫ আল্ট্রা স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সাথে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সরও পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে এবং এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।