লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসরের সবচেয়ে সস্তা ফোন হবে iQOO Neo 10R, দাম কত হবে দেখুন

iQOO শীঘ্রই ভারতে নতুন একটি মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। চীনা ব্র্যান্ডটি ইতিমধ্যেই ভারতে iQOO Neo 10R টিজ করতে শুরু করেছে। তবে লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করেনি। তবে ডিভাইসটির ডিজাইন ও ফিচার সামনে আনতে শুরু করেছে iQOO। টিজারে দেখা গেছে, হ্যান্ডসেটটি বেগুনি ও সাদা রঙে পাওয়া যাবে। আজ আবার iQOO Neo 10R এর দাম ফাঁস করেছে জনপ্রিয় এক টিপস্টার।

iQOO Neo 10R এর দাম (লিক)

জানা গেছে আইকো নিও ১০আর অফার সহ ২৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এই রিপোর্ট সত্যি হলে, স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর সহ আসা সবচেয়ে সস্তা ফোন হবে এটি।

iQOO Neo 10R এর স্পেসিফিকেশন এবং ফিচার

আইকো নিও ১০আর ফোনে ৬.৭৮ ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে থাকবে, যা হাই রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস থাকবে। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য আইকো নিও ১০আর ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল শ্যুটার। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল স্যামসাং এস৫কে৩পি৯ ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সাথে থাকবে ব্লুটুথ, ওয়াই-ফাই ৬ এবং এনএফসি। ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৪ রেটিং পাওয়া যাবে।