মাত্র ৭৫ টাকা থেকে শুরু, Jio দিচ্ছে সস্তায় ৩৩৬ দিন পর্যন্ত আনলিমিটেড কল ও ডেটা

Reliance Jio স্মার্টফোনের পাশাপাশি জিও ফোন ও জিও ফোন প্রাইমা ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত কিছু রিচার্জ প্ল্যান অফার করে। সংস্থার পোর্টফোলিওতে মোট ৭টি জিও ফোন প্রাইমা প্ল্যান রয়েছে। এই প্ল্যানগুলির দাম ৭৫ টাকা থেকে শুরু হয়। আর প্ল্যানগুলি ৩৩৬ দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করে। শুধু তাই নয়, Jio-র এই বিশেষ প্ল্যানগুলি দৈনিক ডেটা বেনিফিটও দিয়ে থাকে। আসুন এই রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
৭৫ টাকার প্ল্যান
জিওর এই প্ল্যানের বৈধতা ২৩ দিনের। এখানে প্রতিদিন ১০০ এমবি ডেটার সঙ্গে ২০০ এমবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটি আনলিমিটেড কলিং এবং ৫০টি ফ্রি এসএমএস অফার করে। এখানে জিও টিভির অ্যাক্সেস দেওয়া হয়।
৯১ টাকার প্ল্যান
এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এখানে প্রতিদিন ১০০ এমবি এবং ২০০ এমবি অতিরিক্ত ডেটা মিলিয়ে মোট ৩ জিবি ডেটা দেওয়া হবে। এই প্ল্যানটি অ্যানলিমিটেড ভয়েস কলিং এবং ৫০টি ফ্রি এসএমএস অফার করে।
১২৫ টাকার প্ল্যান
জিও ফোন প্রাইমার এই প্ল্যানের বৈধতা ২৩ দিন। এতে প্রতিদিন ০.৫ জিবি ডেটা হিসাবে মোট ১১.৫জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটি আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়। এখানে ৩০০ ফ্রি এসএমএস মিলবে। প্ল্যানটি জিও টিভির সাবস্ক্রিপশনও দেয়।
১৫২ টাকার প্ল্যান
জিও ফোন প্রাইমার এই প্ল্যানে ২৮ দিনের বৈধতা সহ ০.৫ জিবি দৈনিক ডেটা হিসাবে মোট 14 জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথে ৩০০ ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং ও জিও টিভির সাবস্ক্রিপশন দেওয়া হবে।
১৮৬ টাকার প্ল্যান
এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এখানে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ টি ফ্রি SMS দেওয়া হবে। এই প্ল্যানটি জিও টিভির ফ্রি সাবস্ক্রিপশন অফার করে।
৮৯৫ টাকার রিচার্জ প্ল্যান
৩৩৬ দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানে প্রতি ২৮ দিনে ২ জিবি ডেটা মিলবে। প্ল্যানটি আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএস এর সুবিধা দেয়।