Jio দিচ্ছে ১৫৫ টাকার কমে ২৮ দিন ধরে ডেটা ও কলের সুবিধা, এই ব্যবহারকারীদের জন্য দারুন সুযোগ

Jio সম্প্রতি ২৪৯ টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিয়েছে। ফলে অনেক স্মার্টফোন গ্রাহক বিপদে পড়েছেন। তবে জিও ফোন ব্যবহারকারীরা এখনও সস্তা প্ল্যান রিচার্জ করার সুবিধা পাচ্ছেন। কোম্পানি তাদের ৭৫ টাকা থেকে প্ল্যান রিচার্জ করার সুবিধা দিচ্ছে। যেখানে দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং ও বিনামূল্যে জিও টিভির সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আসুন Jio ফোন ব্যবহারকারীদের জন্য সেরা কয়েকটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
Jio Phone রিচার্জ প্ল্যান
জিও ফোন ১৫২ টাকার প্ল্যান
১৫২ টাকার জিও প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রত্যহ ০.৫ জিবি ডেটা মেলে, অর্থাৎ মোট ১৪ জিবি ডেটা উপভোগ করা যাবে। এর সাথে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল এবং ৩০০টি ফ্রি এসএমএস। এছাড়া রয়েছে জিও টিভি এবং জিও এআই ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন।
জিও ফোন ১২৫ টাকার প্ল্যান
জিও ফোনের এই প্ল্যানের ভ্যালিডিটি ২৩ দিন। এখানে প্রতিদিন ০.৫ জিবি করে মোট ১১.৫ জিবি ডেটা দেওয়া হয়। পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ৩০০টি ফ্রি এসএমএসও পাওয়া যায়। আর বোনাস হিসেবে মেলে জিও টিভি ও জিও এআই ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন।
জিও ফোন ৯১ টাকার প্ল্যান
৯১ টাকার জিও ফোন প্ল্যানের বৈধতা ২৮ দিন। বেনিফিটের কথা বললে, এখানে ১০০ এমবি + অতিরিক্ত ২০০ এমবি ডেটা সহ প্রায় ৩ জিবি, ৫০টি ফ্রি এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা মেলে। এখানেও জিও টিভি ও জিও এআই ক্লাউড ব্যবহারের ছাড়পত্র পাওয়া যায়
জিও ফোন ৭৫ টাকার প্ল্যান
Jio Phone ব্যবহারকারীদের সবচেয়ে সস্তা এই প্ল্যানটির মেয়াদ ২৩ দিন। এখানে প্রতিদিন দেওয়া হচ্ছে ১০০ এমবি + অতিরিক্ত ২০০ এমবি সহ মোট ২.৫ জিবি ডেটা, ৫০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা এছাড়া জিও টিভি ও এআই ক্লাউডের সাবস্ক্রিপশন তো আছেই।