iQOO Z10R 5G ফোনের প্রথম সেলে আজ, ৫০MP ক্যামেরা, ৫৭০০mAh ব্যাটারি সহ আছে AI ফিচার

সম্প্রতি ভারতে এসেছে iQOO Z10R 5G। আর আজ ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon India এবং iQOO-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইসটি কেনা যাবে। সেলে ক্রেতারা আকর্ষণীয় লঞ্চ অফারের লাভ ওঠাতে পারবেন। iQOO Z10R 5G স্মার্টফোনে আছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০০ সিরিজের প্রসেসর ও ৫৭০০ এমএএইচ ব্যাটারি।
iQOO Z10R 5G এর দাম ও সেল অফার
iQOO Z10R 5G এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৪৯৯ টাকা, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২১,৪৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৩,৪৯৯ টাকা।
লঞ্চ অফার হিসেবে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ২,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া ২,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাসও মিলবে। এছাড়া আইকো জেড১০আর ৫জি ছয় মাসের নো-কস্ট ইএমআই অপশনে কেনা যাবে। এটি অ্যাকুয়ামেরিন ও মুনস্টোন কালার অপশনে এসেছে।
iQOO Z10R 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এর চারদিকে কার্ভড ডিজাইন উপস্থিত।
iQOO Z10R 5G ডিভাইসের ক্যামেরা সেটআপও আকর্ষণীয়। এর পিছনে আছে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর (OIS সহ), ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, যা ৪কে ভিডিও রেকর্ড করতে পারবে।
একাধিক AI ফিচার
এই হ্যান্ডসেটে একাধিক AI ফিচার উপস্থিত, যার মধ্যে আছে এআই ইরেজার ২.০, ফটো এনহ্যান্স, এআই স্ক্রিন ট্রান্সলেশন, নোট অ্যাসিস্ট ও সার্কেল টু সার্চ ফিচার
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি ফোনটি IP68 ও IP69 ডাস্টপ্রুফ ও ওয়াটারপ্রুফ রেটিং সহ এসেছে।