Flipkart Buy & Buy 2025 সেলে ১৫,০০০ টাকার কমে দুর্দান্ত ল্যাপটপ, রয়েছে HP ও Lenovo

Flipkart Buy & Buy 2025 সেল প্রায় শেষের পথে। এই সেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কম দামে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনি এই সেলে ১৫,০০০ টাকারও কম মূল্যে দ্রুত পারফরম্যান্স, বেশি র‌্যাম, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং অনলাইন ক্লাসের জন্য উপযুক্ত ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়া আপনি এই ল্যাপটপগুলি দিয়ে বেসিক অফিস ওয়ার্ক, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও এডিটিং বা ডকুমেন্ট এডিটিংয়ের মতো কাজ করা যাবে। আজকের এই প্রতিবেদনে আমরা এমন ধরনের কয়েকটি ল্যাপটপের বিষয়ে বলবো।

Lenovo Chromebook MediaTek Kompanio 520

এটি কম বাজেটের Chromebook ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপে মিডিয়াটেক ল্যাপটপ ৫২০ প্রসেসর এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ আছে। পাশাপাশি পাওয়া যাবে এইচডি ডিসপ্লে। আপনি এই Lenovo ল্যাপটপটি ৫১ শতাংশ ছাড়ে ১৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

ASUS Chromebook CX15 Intel Celeron N4500

ASUS Chromebook CX15 হল একটি বাজেট বা এন্ট্রি-লেভেল Chromebook, যা অফিসের কাজ, গুগল ডকস, ব্রাউজিং, ভিডিও এডিট এবং দৈনন্দিন কাজ করতে সক্ষম। এতে রয়েছে ইন্টেল সেলেরন এন৪৫০০ (ডুয়াল-কোর) প্রসেসর, ৪ জিবি বা ৮ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ। এতে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি (১৯২০×১০৮০) ডিসপ্লে, ইউএসবি-এ, ইউএসবি-সি, এইচডিএমআই এবং ৩.৫মিমি অডিও জ্যাক উপস্থিত। আপনি এই ল্যাপটপটি ১৪,৯৯০ টাকায় কিনতে পারবেন।

HP Chromebook Touch MediaTek MT8183

এই ক্রোমবুকে মিডিয়াটেক এমটি৮১৮৩ প্রসেসর, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মিলবে। এতে ১১.৬ ইঞ্চি HD স্ক্রিন রয়েছে। এই ল্যাপটপ ৫৬ শতাংশ ছাড়ের পরে ১৩,৮৯০ টাকায় কেনা যাবে।

PrimeBook WiFi MediaTek MT8183

PrimeBook WiFi Chromebook হল আরেকটি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ, যা সাধারণ ব্যবহার, ওয়েব ব্রাউজিং এবং ক্লাউড-ভিত্তিক কাজের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মিডিয়াটেক এমটি৮১৮৩ চিপ, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি eMMC স্টোরেজ আছে। এতে এইচডি ডিসপ্লে ও ক্রোম ওএস উপস্থিত। ২২% ছাড়ের পরে এই ল্যাপটপটি ১৩,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে।