Realme আনছে বিশ্বের প্রথম 10000mAh ব্যাটারি স্মার্টফোন, 27 সেপ্টেম্বর হবে লঞ্চ

এই বছরের শুরুতে Realme একটি কনসেপ্ট ফোন জনসমক্ষে এনেছিল, যেখানে ছিল ১০,০০০ এমএএইচ ব্যাটারি। যদিও কনসেপ্ট স্মার্টফোন হওয়ায় এটি কেনার জন্য উপলব্ধ নয়। তবে মনে হচ্ছে খুব শীঘ্রই এই ডিভাইসটি বাজারে আসতে চলেছে। যদিও আসন্ন এই ফোনের নাম জানা যায়নি। তবে কোম্পানির তরফে একটি টিজার প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে যে, এটি আগামী ২৭ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ৭২০০ এমএএইচ ব্যাটারি সহ চীনে লঞ্চ হয়েছিল Realme GT 7 সিরিজ। যদিও ভারতীয় ভ্যারিয়েন্টে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল। তবে এবার সমস্ত রেকর্ড ভেঙে টেলিকম কোম্পানিটি ১০০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন বাজারে আনতে চলেছে।
২৭ আগস্টে আসছে Realme-র ১০০০০mAh ব্যাটারি ফোন
একটি এক্স পোস্টে Realme জানিয়েছে যে, আগামী ২৭ আগস্ট তারা এমন একটি ফোন লঞ্চ করতে চলেছে, যার ব্যাটারি ক্যাপাসিটি থাকবে “1x000mAh”। এখানে ‘x’-এর ভ্যালু না দেওয়া থাকলেও ধরে নেওয়া যায় যে ব্যাটারি ক্যাপাসিটি কমপক্ষে ১০,০০০ এমএএইচ হবে।
আরেকটি পোস্টে রিয়েলমি লিখেছে যে, “ ৩২০ ওয়াট ফাস্ট চার্জিং থেকে ১০০০০ এমএএইচ ব্যাটারি…এরপরে কী?”। যেখান থেকে স্পষ্ট যে, জনপ্রিয় কোম্পানিটি বাহুবলী ব্যাটারি ও নতুন প্রজন্মের চার্জিং টেকনোলজি সহ ফোন বাজারে আনতে চলেছে।
Realme-র ১০০০০mAh ব্যাটারির কনসেপ্ট মডেল
চলতি বছরের মে মাসে রিয়েলমি যে GT সিরিজের কনসেপ্ট ফোন প্রকাশ্যে এনেছিল, সেখানে ছিল ১০,০০০ এমএএইচ ব্যাটারি ও ৩২০ ওয়াট ফাস্ট চার্জিং। এটি মাত্র ৮.৫ মিমি পুরু ছিল। এর ব্যাক প্যানেল ছিল আধা-স্বচ্ছ। রিয়েলমি দাবি করেছিল যে, তাদের ৩২০ ওয়াট সুপারসনিক চার্জ প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪ মিনিট ৩০ সেকেন্ডে ব্যাটারি ০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে। আর ২৬ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র এক মিনিট, যেখানে ২ মিনিটে অর্ধেক চার্জ সম্পূর্ণ হবে।