Redmi Turbo 5 সময়ের আগেই লঞ্চ হবে, 7000mAh ব্যাটারি সহ থাকবে ডাইমেনসিটি 8500 প্রসেসর

চলতি বছরে স্মার্টফোনগুলি নির্ধারিত সময়ের কিছু আগে বাজারে আসছে। যেমন গতবছর অক্টোবর মাসে বাজারে এসেছিল Xiaomi 15 সিরিজ। তবে রিপোর্ট কে বিশ্বাস করলে Xiaomi 16 সিরিজ সম্ভবত এবছর সেপ্টেম্বরে লঞ্চ হবে। এখন আবার নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Redmi Turbo 5 মডেলটিও সময়ের আগেই বাজারে আসবে। এটি Turbo 4 ফোনের উত্তরসূরি মডেল হবে।
Redmi Turbo 5 লঞ্চ হবে নির্ধারিত সময়ের আগে
জনপ্রিয় টিপস্টার স্মার্ট পিকাচু একটি উইবো পোস্টে দাবি করেছেন, চীনে আগামী ডিসেম্বরে আত্মপ্রকাশ করতে চলেছে Redmi Turbo 5। জানিয়ে রাখি, এর আগের মডেল চলতি বছরের জানুয়ারি মাসে বাজারে এসেছিল। অর্থাৎ নতুন মডেলটি প্রায় এক মাস আগে লঞ্চ হবে।
Redmi Turbo 5 এই প্রসেসর সহ আসবে
কয়েকদিন আগে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছিলেন যে, রেডমি টার্বো ৫ মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ চিপসেট চালিত প্রথম স্মার্টফোন হবে। লঞ্চের পরপর চিপসেটটি কেবল রেডমিই ব্যবহার করবে। এরপর Honor, Realme, ও iQOO-এর মতো ব্র্যান্ডের ফোনে এই চিপসেট পাওয়া যাবে।
Redmi Turbo 5 এর সম্ভাব্য ফিচার
Redmi Turbo 5 ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফ্ল্যাট ওএলইডি এলটিপিএস ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ১.৫কে। ধাতব ফ্রেমের পাশাপাশি এতে ৭,০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হতে পারে। আর ফটোগ্রাফির জন্য পাওয়া যেতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যদিও এই ফিচারগুলি এখনও নিশ্চিত হয়নি।
এদিকে, সিরিজের প্রো মডেল হিসেবে আগামী বছরে বাজারে আসতে পারে Redmi Turbo 5 Pro। এতে থাকতে পারে ৬.৮৩ ইঞ্চি ডিসপ্লে। আর স্মার্টফোনটি ৮,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।