৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo V60 পেল NBTC থেকে ছাড়পত্র

ভিভো শীঘ্রই V সিরিজের নতুন ফটোগ্রাফি-কেন্দ্রিক স্মার্টফোন Vivo V60 ভারতে লঞ্চ করতে চলেছে। যদিও কোম্পানির তরফে এখনও ডিভাইসটির লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি। তবে আশা করা হচ্ছে আগস্টেই ভারতের বাজারে পা রাখতে চলেছে ফোনটি। এর পাশাপাশি অন্যান্য দেশেও ডিভাইসটি পাওয়া যাবে। কারণ Vivo V60 ইতিমধ্যেই বিভিন্ন দেশের সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। আজ আবার এই স্মার্টফোন কে আরেকটি দেশের সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Vivo V60 উপস্থিত হল NBTC সার্টিফিকেশন সাইটে
Vivo V60 ডিভাইসটিকে V2511 মডেল নম্বর সহ আজ থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। একই মডেল নম্বর সহ ফোনটি এর আগে সংযুক্ত আরব আমিরাতের TDRA, মালয়েশিয়ার SIRIM, সিঙ্গাপুরের IMDA, ইন্দোনেশিয়ার TKDN ও ইউরোপের TUV-সহ একাধিক সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছিল। যদিও NBTC সার্টিফিকেশন সাইট থেকে এর কোনো স্পেসিফিকেশন জানা যায়নি। তবে টিপস্টার ও অন্যান্য সাইট থেকে এর ফিচার সামনে এসেছে।
Vivo V60 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
কোম্পানির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, ভিভো ভি৬০ স্মার্টফোনে কার্ভড ওএলইডি ডিসপ্লে থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে বিশাল ৬৫০০ এমএএইচ ব্যাটারি। এটি তিনটি রঙে বাজারে আসবে – অসপিসিয়াস গোল্ড, মুনলাইট ব্লু ও মিস্ট গ্রে।
এদিকে Geekbench এর লিস্টিং থেকে সামনে এসেছে, Vivo V60 হ্যান্ডসেটে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, ৮ জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম থাকবে। TUV সাইট থেকে এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করার কথা নিশ্চিত করা হয়েছে।
এদিকে রিপোর্ট অনুযায়ী, ফটোগ্রাফির জন্য ডিভাইসটির পিছনে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ৩x অপটিক্যাল জুম-সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে থাকবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।