মিড-রেঞ্জে নতুন প্রতিযোগী হবে Vivo T4R 5G স্মার্টফোন, ১৫ থেকে ২০ হাজারের মধ্যে দেবে সেরা ফিচার

Vivo তাদের T4 সিরিজে আরও একটি স্মার্টফোন যোগ করতে চলেছে। ৯১মোবাইলস হিন্দির একটি রিপোর্টে বলা হয়েছে, নতুন এই ফোনের নাম Vivo T4R 5G। উল্লেখ্য, ইতিমধ্যেই এই সিরিজের অধীনে বাজারে এসেছে Vivo T4, T4x, T4 Ultra আর T4 Lite। অর্থাৎ এবার ‘R’ মডেল যুক্ত হচ্ছে এই সিরিজে। সম্ভবত ভিভো নতুন সাব-সিরিজ আনার কথা ভাবছে। যদিও Vivo T4R 5G নামটা শুনতে গোলমেলে, কারণ T আর R একসঙ্গে রয়েছে, তবে ভিভোর হয়তো এটাই কৌশল।

Vivo T4R 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্টে বলা হয়েছে, ভিভো টি৪আর ৫জি ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট। এটি একটি মিড-রেঞ্জ প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.৬ গিগাহার্টজ। এই প্রসেসর আমরা আগে ব্যবহার হতে দেখেছি মোটোরোলা এজ ৬০ ফিউশন বা রিয়েলমি নারজো ৮০ প্রো মডেলে, যেগুলি ২৫ হাজার টাকার কম দামে বাজারে উপস্থিত। এই হিসেব অনুযায়ী ভিভো টি৪আর ৫জি-এর দামও এদের কাছাকাছি রাখা হবে। রিপোর্টে যদিও বলা হয়েছে, ফোনটির দাম রাখা হতে পারে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে।

ডিভাইসটির আরেকটি আকর্ষণীয় দিক হবে বিল্ড কোয়ালিটি। এটি IP68 ও IP69 রেটিং সহ আসবে, যা ধুলো বা জল থেকে সুরক্ষিত থাকবে। এর অর্থ, ফোনটি সহজেই ধুলোবালি কিংবা জল প্রতিরোধ করবে। যদিও এর বিস্তারিত স্পেসিফিকেশন এখনো সামনে আসেনি, তবে এই তথ্যগুলোই স্মার্টফোন প্রেমীদের কৌতূহল বাড়াতে যথেষ্ট। তবে এর লঞ্চের তারিখও এখনও জানা যায়নি।

১৫-২০ হাজার টাকার মধ্যে আসবে Vivo T4R 5G

এই মুহূর্তে ভিভোর ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা রেঞ্জের নতুন ফোনের সংখ্যা কম। সেই খালি জায়গা পূরণ করবে Vivo T4R 5G। একটু পিছনে তাকালে দেখা যাবে, Vivo T4 Lite মডেলটির দাম শুরু হয়েছিল ৯,৯৯৯ টাকা থেকে, আর T4x এসেছিল ১৩,৯৯৯ টাকায়। T4 মডেলটির দাম শুরু হয় ২১,৯৯৯ টাকা থেকে, আর সিরিজের সবচেয়ে দামি ফোন T4 Ultra-এর মূল্য ৩৭,৯৯৯ টাকা। সুতরাং, T4R লঞ্চের পর এই সিরিজটি বাজেট থেকে মিড-রেঞ্জ পর্যন্ত সব রেঞ্জ কভার করে ফেলবে।