পুরো 10 হাজার টাকা ডিসকাউন্ট, Samsung Galaxy A35 5G লঞ্চের সময়ের থেকে অনেক সস্তায়

ফ্লিপকার্টে স্যামসাং ফোনে আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। এই ই-কামার্স সাইটে এখন দেওয়া হচ্ছে সুপার ভ্যালু ডিল। এই ডিলে Samsung Galaxy A35 5G অনেক কম দামে কেনা যাবে। লঞ্চের সময় এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৩,৯৯৯ টাকা। তবে এখন স্মার্টফোনটি বিক্রি হচ্ছে যাচ্ছে মাত্র ২৩,৯৯৯ টাকায়। অর্থাৎ ১০ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ১৩৮০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy A35 5G এর উপর অন্যান্য অফার

সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি Samsung Galaxy A35 5G কেনার সময় কেউ যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে আরও ৫ শতাংশ ছাড় পাবেন। এর সাথে পুরানো স্মার্টফোন বদলে ২০,২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ফোনটি মাসে মাসে ইএমআই দিয়ে কেনা যাবে।

Samsung Galaxy A35 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি এর সামনে ৬.৬ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে দেখা যাবে, যার রেজোলিউশন ২৩৪০x১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৩৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy A35 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

এতে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এটি IP67 ওয়াটার ও ডাস্ট প্রুফ রেটিং সহ এসেছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলবে।