Vivo Y400 4G ওয়াটারপ্রুফ আন্ডার ওয়াটার ক্যামেরা সহ বাংলাদেশে লঞ্চ হল, রয়েছে 6000mAh ব্যাটারি

অবশেষে আজ বাংলাদেশে লঞ্চ হল Vivo Y400 4G স্মার্টফোন। এর দাম রাখা হয়েছে ৩০,০০০ টাকার কম। এতে পাওয়া যাবে ১৮০০ নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। Vivo Y400 4G দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট ও দুটি কালার অপশনে এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo Y400 4G এর দাম ও উপলব্ধতা
বাংলাদেশে Vivo Y400 4G এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা (যা ভারতে প্রায় ১৯,৯০০ টাকা)। আবার ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। এটি ডায়নামিক গ্রীন ও পার্ল হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।
ইতিমধ্যেই ভিভো ওয়াই৪০০ ৫জি এর প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। আর স্মার্টফোনটি আগামী ৬ আগস্ট ২০২৫ থেকে বাজারে কেনা যাবে।
Vivo Y400 4G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে
ফিচারের কথা বললে, Vivo Y400 4G এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর ও অপারেটিং
পারফরম্যান্সের জন্য ডিভাইসে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড ২.৮ গিগাহার্টজ। এটি ৮ জিবি র্যাম, ১২৮ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। সাথে এতে ৮ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম স্কিনে চলে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Vivo Y400 4G এর পিছনে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে IP69 রেটিংযুক্ত আন্ডারওয়াটার ফটোগ্রাফির সুবিধাও রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সাথে আছে AI Sleep Mode।
অন্যান্য বিশেষত্ব
Vivo Y400 4G হ্যান্ডসেটের অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল স্টেরিও স্পিকার (হাই-রেস অডিও সার্টিফাইড), ওয়াটার-রেসিস্টেন্ট ট্রিপল-লেয়ার বডি (IP68 এবং IP69 সার্টিফাইড)। সাথে রয়েছে মিলিটারি-গ্রেড বিল্ড, ওয়েট-হ্যান্ড টাচ সাপোর্ট, এআই ইমেজ স্টুডিও থেকে শুরু করে এআই ইরেজ, সার্কেল টু সার্চ ফিচার।