২৫০ টাকার কমে Airtel এর ধামাকা রিচার্জ প্ল্যান, ডেটা সহ পাবেন OTT সাবস্ক্রিপশন

Airtel তাদের গ্রাহকদের বেশ কিছু বাজেট-ফ্রেন্ডলি ডেটা ভাউচার রিচার্জ করার সুবিধা দেয়। এই প্ল্যানগুলি ২৫০ টাকার কমে পাওয়া যায়। অতিরিক্ত ডেটা অফার করার পাশাপাশি এদের মাধ্যমে বিভিন্ন OTT প্ল্যাটফর্ম, যেমন Airtel Xstream Play, JioHotstar Mobile এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। তাই আপনি যদি একজন Airtel গ্রাহক হন এবং কম খরচে বেশি ডেটা ব্যবহার করতে চান তাহলে নীচের বিকল্পগুলি সম্পর্কে জেনে নিন।

Airtel এর ২৫০ টাকার কমের প্রিপেইড প্ল্যান

১২১ টাকা প্ল্যান

৩০ দিনের জন্য ভ্যালিডিটি সহ আসা এই এয়ারটেল প্ল্যানে ৬ জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়।

১৬১ টাকা প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটিও ৩০ দিন। তবে এখানে ১২ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ রয়েছে। নির্ধারিত ডেটা শেষ হলে প্রতি এমবির জন্য ৫০ পয়সা চার্জ দিতে হবে।

১৮১ টাকা প্ল্যান

এয়ারটেলের ১৮১ টাকার প্ল্যানে ৩০ দিনের জন্য ১৫ জিবি ডেটার পাশাপাশি দেওয়া হয় এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের সাবস্ক্রিপশন। যার মাধ্যমে SonyLIV, Lionsgate Play সহ ২২টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যায়।

১৯৫ টাকা প্ল্যান

এখানে ৩০ দিনের জন্য ১২ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে এই প্ল্যানের মূল আকর্ষণ হল JioHotstar Mobile সাবস্ক্রিপশন। এই প্ল্যাটফর্ম থেকে লাইভ খেলা, ওয়েব সিরিজ, সিনেমা দেখা যায়।

এয়ারটেল ১০০ টাকা প্ল্যান

লিস্টের সবচেয়ে সস্তা ডেটা ভাউচার এটি। এখানে ৩০ দিনের জন্য ৫ জিবি ডেটা দেওয়া হয়। সাথে পাওয়া যায় Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন।