২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 Pro Plus 5G ফোনের দাম কমল ৮০০০ টাকা

মিড রেঞ্জে নতুন ফোন খোঁজ করলে সুখবর। এই মুহূর্তে Redmi Note 13 Pro Plus 5G ডিভাইসটি অনেক কম দামে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় এই স্মার্টফোনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ছিল ৩৪,৯৯৯ টাকা। তবে এখন এটি ৮,০০০ টাকা কমে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কেনা যাচ্ছে ২৬,৯৯৯ টাকায়। আর Redmi Note 13 Pro Plus 5G ফোনে আছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা চিপসেট।
Redmi Note 13 Pro Plus 5G এর অন্যান্য অফার
সরাসরি ডিসকাউন্ট ছাড়াও ক্রেতারা Redmi Note 13 Pro+ 5G কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,৩০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। আর পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ২০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলতে পারে। এছাড়া ডিভাইসটির ইএমআই শুরু হবে মাত্র ১,৩২২ টাকা থেকে।
Redmi Note 13 Pro Plus 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে কার্ভড অ্যামোলেড প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,৮০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হবে।
ফটোগ্রাফির জন্য এতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। Redmi Note 13 Pro Plus 5G ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।