60 হাজার টাকার কমে ইলেকট্রিক স্কুটার, Ampere Reo 80 বাজারে আসতেই হইচই

গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড (GEML) এর ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড অ্যাম্পিয়ার রিও সম্প্রতি Ampere Reo 80 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। এর এক্স-শোরুম দাম 59,900 টাকা। যারা কম দামে ইলেকট্রিক স্কুটার খোঁজ করছেন তাদের জন্য এটি আদর্শ বিকল্প হতে পারে। এর সর্বোচ্চ স্পিড 25 কিমি প্রতি ঘণ্টা। Reo 80 ইলেকট্রিক স্কুটারে কালার LCD ডিসপ্লে, LFP ব্যাটারি প্রযুক্তি, ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং কাইলেস স্টার্ট ফাংশনালিটি আছে। এটি একবার চার্জে 80 কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এতে অ্যালয় হুইল পাওয়া যাবে। এটি রেড, ব্লু এবং হোয়াইট রঙের অপশনে এসেছে।
কোম্পানির কর্মকর্তাদের মতে, এই মাসের শেষের দিকে ভারতের সব জায়গায় এর ডেলিভারি শুরু হবে। গ্রিভস ইলেকট্রিক মোবিলিটির কার্যকরী পরিচালক এবং সিইও কে বিজয় কুমার বলেছেন যে, এই লঞ্চ পুরো ভারতে ইলেকট্রিক মোবিলিটি আরও সহজলভ্য করার কোম্পানির দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ভারতে ইলেকট্রিক স্কুটারের বাজার ক্রমশ বাড়ছে, কারণ ক্রেতারা জ্বালানির বাড়তি দাম এবং পরিবেশের সমস্যার কথা ভেবে ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার দিকে ঝুঁকছে। Reo 80-এর মতো কম গতির ইলেকট্রিক স্কুটারগুলি বিশেষ করে ছাত্রছাত্রী এবং স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য ভালো বিকল্প হবে।
গাড়ি বিক্রির নিরিখে গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি সাম্প্রতিক মাসগুলিতে নতুন রেকর্ড গড়েছে। চলতি বছরের মার্চে তারা 6,000 এরও বেশি ইলেকট্রিক দুই চাকার গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় 52% বেশি। এখন দেখার Reo 80 ইলেকট্রিক স্কুটার বাজারে কেমন সাড়া ফেলে।