বিশাল ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইন সহ লঞ্চ হল Vivo Y50 5G ও Vivo Y50m 5G স্মার্টফোন

ভিভো সম্প্রতি চীনে লঞ্চ করল নতুন দুটি স্মার্টফোন – Vivo Y50 5G ও Vivo Y50m 5G। দুইটি ফোনই দেখতে এবং স্পেসিফিকেশনের দিক থেকে প্রায় এক। এদের মধ্যে স্টোরেজের ক্ষেত্রে পার্থক্য দেখা যাবে। ডিভাইস দুটির মূল আকর্ষণ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Vivo Y50 5G ও Vivo Y50m 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y50 5G এর দাম

Vivo Y50 5G চারটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে –

৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ– ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৩,৫০০ টাকা)

৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৬,৮০০ টাকা)

৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ– ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৫০০ টাকা)

১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,০০০ টাকা)

Vivo Y50m 5G এর মূল্য

Y50m 5G মডেলটি ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট থেকে পাওয়া যাবে। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৬,৮০০ টাকা)‌। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৫০০ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,০০০ টাকা)।

তিনটি রঙে পাওয়া যাবে এই ফোনগুলি – প্ল্যাটিনাম হোয়াইট, স্কাই ব্লু এবং ডায়মন্ড ব্ল্যাক।

Vivo Y50 5G ও Vivo Y50m 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে ও ডিজাইন

Vivo Y50 সিরিজে আছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ। ডিভাইসগুলির পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

পারফরম্যান্স ও ক্যামেরা

পারফরম্যান্সের জন্য দুই ফোনেই ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। Vivo Y50 পাওয়া যাবে ৪ জিবি র‌্যাম থেকে, আর Y50m এসেছে ৬ জিবি র‌্যাম অপশন থেকে। হ্যান্ডসেট দুটি সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে কেনা যাবে।

ফটোগ্রাফির জন্য এদের পিছনে ১৩ মেগাপিক্সেলের সিঙ্গল ক্যামেরা উপস্থিত। আর সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেলের লেন্স পাওয়া যাবে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোন দুটি ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এদের কানেক্টিভিটি অপশনের মধ্যে পাওয়া যাবে – ৫জি, ব্লুটুথ ৫.৪, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। এগুলি IP64 রেটিং সহ এসেছে।