Xiaomi, Redmi ও Poco ফোন ব্যবহারকারীরা সাবধান! এই ডিভাইসগুলিতে আসবে না নতুন সফটওয়্যার আপডেট

আপনি যদি Xiaomi, Redmi কিংবা Poco ব্র্যান্ডের ফোন ব্যবহার করে থাকেন তাহলে এই খবর আপনার জন্য। কারণ জনপ্রিয় এই তিনটি ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন শীঘ্রই আর কোনও সফটওয়্যার আপডেট পাবে না। ফলে ডিভাইসগুলি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হবে। রিপোর্ট থেকে জানা গেছে, Xiaomi তাদের বেশ কিছু স্মার্টফোনকে ‘এন্ড অফ লাইফ’ বা EOL লিস্টে যুক্ত করেছে। ফলে এই ফোনগুলি এখন থেকে আর কোনো রকম অফিশিয়াল সাপোর্ট পাবে না।

কোন কোন Xiaomi, Redmi ও Poco ফোন EOL লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে

Xiaomi 11T Pro

Xiaomi 11T

Xiaomi 11 Lite LE

Xiaomi 11 Lite 5G NE

Redmi 11 Prime 4G

Redmi A1+

Redmi A1

POCO M5

POCO C50

এই মডেলগুলি আর ভবিষ্যতে কোনও সফটওয়্যার আপডেট পাবে না। যদিও এগুলিতে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সিকিউরিটি প্যাচ আসবে। এরপর থেকে ডিভাইসগুলিতে কোনো সমস্যা দেখা দিলেও কোনো সফটওয়্যার আপডেট শাওমি রোলআউট করবে না।

Xiaomi ফোনে আসছে HyperOS 3 আপডেট

গুগল ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে। বেশ কিছু পিক্সেল ফোনে নতুন ওএস এর আপডেট চলে এসেছে। অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলিও নতুন ওএস ভিত্তিক কাস্টম স্কিনের উপর কাজ শুরু করেছে। শাওমি এখন অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক HyperOS 3 কাস্টম ওএসের উপর কাজ করছে। শীঘ্রই এই কাস্টম ওএস কোম্পানির একাধিক ফোনে চলে আসবে।