১ টাকায় ১ জিবি ডেটা, অবিশ্বাস্য অফারের সময়সীমা বাড়লো BSNL

BSNL-এর গ্রাহকদের জন্য সুখবর। যদি কোনো গ্রাহক সম্প্রতি অনুষ্ঠিত ফ্ল্যাশ সেলে অংশ নিতে না পারেন বা কোনো কারণে অফার মিস করে ফেলেন, তাহলে তারা ফের এই অফারের লাভ ওঠাতে পারবেন। BSNL তাদের ফ্ল্যাশ সেলের মেয়াদ বাড়িয়ে ২৭ জুলাই পর্যন্ত করেছে। এই সেলে গ্রাহকরা অবিশ্বাস্য দামে ইন্টারনেট ডেটা পাবেন। আসুন সরকারি টেলিকম অপারেটরটির ফ্ল্যাশ সেল সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

BSNL এর ফ্ল্যাশ সেলের অফার

ভারত সঞ্চার নিগম লিমিটেড এর ফ্ল্যাশ সেলে গ্রাহকরা মাত্র ৪০০ টাকায় পাবেন ৪০০ জিবি হাই-স্পিড 4G ডেটা। অর্থাৎ প্রতি জিবি ডেটার জন্য খরচ করতে হবে মাত্র ১ টাকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এটাই সত্যি। এই ডেটার ভ্যালিডিটি থাকবে ৪০ দিন, তাই যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাদের উচিত দ্রুত এই অফারের লাভ ওঠানোর।

BSNL এর ফ্ল্যাশ সেল ২৮ জুন থেকে শুরু হয়েছিল

এই ফ্ল্যাশ সেলটি প্রথম ২৮ জুন থেকে শুরু হয়েছিল এবং চলেছিল ১ জুলাই পর্যন্ত। পরে গ্রাহকদের আগ্রহ দেখে BSNL মেয়াদ বাড়িয়ে ৭ জুলাই করে। কিন্তু এখন ফের একবার এই সময়সীমা বাড়িয়ে ২৭ জুলাই পর্যন্ত করা হল। কোম্পানির এমন পদক্ষেপকে অনেকেই গ্রাহকবান্ধব সিদ্ধান্ত বলে মনে করছেন।

সীমিত সময়ের অফার

তবে মনে রাখতে হবে BSNL এর এই অফার সীমিত সময়ের জন্য। তাই আর দেরি করবেন না। আপনি যদি কম খরচে বেশি ডেটা ব্যবহার করতে চান তাহলে এখনই অফারের লাভ ওঠান।

এই সেল চলছে BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইটে ও সেলফ-কেয়ার অ্যাপে। আপাতত এই সেলের অধীনে আর কোনো অতিরিক্ত অফারের কথা BSNL জানায়নি, তাই ৪০০ টাকায় ৪০০ জিবি ইন্টারনেট ডেটা-ই এই অফারের মূল আকর্ষণ বলা যায়।