Xiaomi Pad Mini গ্লোবাল মার্কেটে আসছে, লঞ্চের আগে পেল TRDA থেকে ছাড়পত্র

চীনে কয়েক সপ্তাহ আগে লঞ্চ হয়েছে Redmi K Pad। এবার ট্যাবলেটটি আন্তর্জাতিক বাজারে আসছে। যদিও ডিভাইসটি ভিন্ন নামে গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে, যার মডেল নম্বর থাকবে ‘25079RPDCG’। আজ এই গ্লোবাল ভার্সনটিকে টেলিকমিউনিকেশন এন্ড ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি বা TDRA সার্টিফিকেশনে সাইটে ‘Xiaomi Pad Mini’ নামে খুঁজে পাওয়া গেছে। আশা করা যায় ট্যাবটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।

Xiaomi Pad Mini উপস্থিত হল TDRA সার্টিফিকেশনে সাইটে

TDRA সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, Xiaomi Pad Mini ট্যাবে Wi-Fi কানেক্টিভিটি থাকবে, অর্থাৎ এতে সেলুলার নেটওয়ার্ক সাপোর্ট করবে না। এর রেজিস্ট্রেশন নম্বর ‘ER48895/25’, এবং এই সার্টিফিকেশনের বৈধতা থাকবে ৬ আগস্ট ২০২৮ পর্যন্ত।

এর আগে FCC সার্টিফিকেশন সাইট থেকে সামনে এসেছিল যে শাওমি প্যাড মিনি ডিভাইসটি হাইপারওএস ২.০ অপারেটিং সিস্টেমে চলবে। আর এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আর এই সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়ার অর্থ এটি মার্কিন যুক্তরাষ্ট্রেও লঞ্চ হবে।

এছাড়া এই ট্যাবলেটটি সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে যেহেতু এটি Redmi K Pad-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, তাই এর ফিচার আমরা আন্দাজ করতে পারি।

Redmi K Pad-এর ফিচার

ডিসপ্লে: ৮.৮ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন, যার রেজোলিউশন ১৮৮০ x ৩০০৮ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ পর্যন্ত

চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর, ও Immortalis-G925 জিপিইউ

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০

ব্যাটারি: ৭৫০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াট দ্রুত চার্জিং ও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট

ক্যামেরা: পিছনে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি সেন্সর।