Vivo Y400 আগামী মাসের শুরুতেই ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা

ভিভো এবার তরুণ প্রজন্মের জন্য নতুন স্মার্টফোন হিসেবে Vivo Y400 লঞ্চ করতে চলেছে। আজ এর আগমনের তারিখ জানানো হয়েছে। আগামী ৪ আগস্ট ২০২৫ তারিখে ফোনটি ভারতে লঞ্চ হয়েছে। ডিভাইসটি লুক, পারফরম্যান্স ও টাফনেসের এক অনবদ্য মিশেল বলে দাবি করেছে কোম্পানিটি। এটি দুটি কালার অপশনে পাওয়া যাবে – গ্ল্যাম হোয়াইট এবং অলিভ গ্রীন। আর Vivo Y400 হাতে ধরলে প্রিমিয়াম ফিল দেবে। ইতিমধ্যেই এর বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে।

Vivo Y400 এর ডিসপ্লে ও প্রসেসর

Vivo Y400 স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। এর স্ক্রিন-টু-বডি রেশিও থাকবে প্রায় ৯১.৯ শতাংশ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই৪০০ এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি প্রায় ৬১ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। আর ফোনটি IP68 ও IP69 রেটিং সহ আসবে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।

AI ফিচারের আধিক্য

Vivo Y400 একাধিক AI ফিচার সহ আসবে। এর মধ্যে থাকবে AI Transcript Assist, AI Notes Summary, AI Captions, AI Documents, Circle to Search ও Link to Windows এর মতো ফিচার।

Vivo Y400 এর সম্ভাব্য দাম

লঞ্চের তারিখ জানানো হলেও Vivo Y400 এর দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে আমাদের অনুমান ফোনটির মূল্য ২০,০০০ টাকার কাছাকাছি রাখা হবে।