মার্চে ব্যাপক সস্তা হল Hyundai-এর জনপ্রিয় গাড়ি, 55,000 টাকা ডিসকাউন্টে বাড়ি আনুন

শুক্রবার ‘সুপার ডিলাইট মার্চ’ অফারের ঘোষণা করেছে হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এই অফারের অধীনে বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের উপর আকর্ষণীয় ছাড় দিচ্ছে। গত মাসে বিক্রির নিরিখে দুই থেকে চার নম্বর স্থানে নেমে গিয়েছে তারা। সেই কারণেই গাড়ির চাহিদা বৃদ্ধি করতে এই নতুন অফার চালু করেছে হুন্ডাই।। ক্রেতারা পরিবারের জন্য যাতে গাড়ি কিনতে উৎসাহিত হয়, সেই উদ্দেশ্যে এই সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি।

কোন গাড়িতে কত টাকা ছাড়?

Hyundai Venue এসইউভি-র উপর ৫৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Extrer মাইক্রো এসইউভি মিলছে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ে। আর Grand i10 NIOS এবং i20 হ্যাচব্যাকে যথাক্রমে ৫৩,০০০ টাকা ও ৫০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। গোটা মার্চ মাস জুড়ে এই ছাড়গুলি পাওয়া যাবে। হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার তরুণ গর্গ বলেন, “এই মার্চ মাসে, আমরা আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার এবং পুরষ্কার চালু করতে পেরে আনন্দিত।”

তিনি আরও বলেন, “অতুলনীয় মূল্যের সেরা পণ্য সরবরাহ করে, আমরা গ্রাহকদের প্রত্যাশা পূরণে বিশ্বাস করি। এই এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং বিশেষ পুরষ্কারের মাধ্যমে, আমরা হুন্ডাইয়ের মালিক হতে আগ্রহী সকলকে ক্ষমতায়িত করার লক্ষ্য রাখি। গ্রাহকদের তাদের প্রিয় হুন্ডাই গাড়িটি বাড়িতে নিয়ে যাওয়ার এবং এই আকর্ষণীয় অফারগুলির সুবিধা নেওয়ার জন্য আমন্ত্রণ জানাই।”

বিক্রি কমেছে হুন্ডাইয়ের

প্রসঙ্গত, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গাড়ি বিক্রির নিরিখে চতুর্থ স্থানে রয়েছে হুন্ডাই। প্রথম স্থানে রয়েছে মারুতি সুজুকি, দ্বিতীয় স্থানে মাহিন্দ্রা ও তৃতীয় টাটা। গত মাসে মোট ৪৭,৭২৭টি গাড়ি বিক্রি করেছে হুন্ডাই, যা বার্ষিক হারে ৪.৯% কম এবং মাসিক হারে ১১.৬% কম। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফাডার পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারিতে সবমিলিয়ে গাড়ির বাজারে বেশ ধস নেমেছে। পুরো গাড়ি বাজারজুড়ে বার্ষিক বিক্রি কমেছে ৭.১৯% এবং যাত্রীবাহী গাড়ির বিক্রি কমেছে ১০.৩৪%।