7000 টাকার নিচে Samsung থেকে Realme-র সেরা বাজেট ফোন, ফিচারে কোনও কমতি নেই

কম বাজেটে ভালো ফিচার বা দুর্দান্ত ক্যামেরার একাধিক স্মার্টফোন এখন বাজারে উপলব্ধ। Realme থেকে শুরু করে Samsung, সমস্ত জনপ্রিয় ব্র্যান্ড বাজেট সেগমেন্টে বেশ কয়েকটি ডিভাইস লঞ্চ করেছে। এদের মধ্যে থেকে আজ আমরা তিনটি এমন ফোন বেছে নিয়েছি, যাদের দাম ৭,০০০ টাকার কম। এই মডেলগুলিতে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, ভালো ক্যামেরা পাওয়া যাবে। আর হ্যান্ডসেটগুলি রিফ্রেশ ডিজাইন সহ এসেছে।

৭০০০ টাকার মধ্যে ভালো স্মার্টফোন

Samsung Galaxy M05

স্যামসাংয়ের M-সিরিজের এই ফোনে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চি‌ এইচডি প্লাস ডিসপ্লে ও অক্টা-কোর প্রসেসর। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে আছে ৫০ মেডিকেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। অ্যামাজনে এই স্মার্টফোনের দাম শুরু হয়েছে ৬,৪৯৯ টাকা থেকে।

Realme Narzo 80 Lite 4G

রিয়েলমি নারজো সিরিজের এই ডিভাইসটি এখন অ্যামাজনে ৭,২৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে অফারের কারণে এটি ৭,০০০ টাকায় কেনা যাবে। এই হ্যান্ডসেটে আছে IP54 ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স এবং এটি মাত্র ৭.৯৪ মিমি পাতলা। স্মার্টফোনটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬,৩০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Lava Bold N1 Pro

লাভার এই স্মার্টফোন ফিচারে ঠাসা। এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি বড় ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অ্যামাজনে এর দাম রাখা হয়েছে ৬,৭৯৮ টাকা। এর সাথে ১০০ টাকার কুপন ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে।