বাজেটের মধ্যে AI স্মার্টফোন, লঞ্চ হলো Samsung Galaxy F36 5G, পাবেন ৬ বছর পর্যন্ত ওএস আপডেট

আজ অর্থাৎ ১৯ জুলাই ভারতে লঞ্চ হল Samsung Galaxy F36 5G। এর দাম শুরু হয়েছে ১৭,৪৯৯ টাকা থেকে। এতে আছে লেদার টেক্সচারের ব্যাক প্যানেল, বড় ব্যাটারি ও একাধিক AI ফিচার। ডিভাইসটি ৬ বছর পর্যন্ত ওএস ও সিকিউরিটি আপডেট পাবে। Samsung Galaxy F36 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও এক্সিনস ১৩৮০ প্রসেসর। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F36 5G এর ভারতে দাম ও সেল অফার
স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে – ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এদের দাম রাখা হয়েছে যথাক্রমে ১৭,৪৯৯ টাকা এবং ১৮,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারের মাধ্যমে ৬ জিবি ভ্যারিয়েন্টটি মাত্র ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। ফোনটির প্রথম সেল শুরু হবে ২৯ জুলাই, দুপুর ১২টা থেকে। এটি ফ্লিপকার্ট এবং স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে
কালার অপশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – কোরাল রেড, লাক্স ভায়োলেট, Coral Red, Lux Violet আর অনিক্স ব্ল্যাক। সবকটিই ভ্যারিয়েন্টে আছে লেদার টেক্সচার।
Samsung Galaxy F36 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস sAMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা ভিক্টাস প্রটেকশন। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৩৮০ চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F36 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি মাত্র ৭.৭ মিমি পুরু।
Samsung Galaxy F36 5G ডিভাইসে একাধিক AI ফিচার উপস্থিত – সার্কেল টু সার্চ, এআই অবজেক্ট ইরেজার, নাইট পোট্রেট উইথ এআই ডেপ্থ ম্যাপ, এআই ইমেজ ক্লিপার ও জেমিনি লাইভ।