ডুয়েল 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে Honor Magic 8 সিরিজে থাকবে 90W ফাস্ট চার্জিং

Honor Magic 7 সিরিজ বাজারে আসার পরপরই এবার এই সিরিজের উত্তরসূরি হিসেবে Magic 8 সিরিজের ফোন লঞ্চের জন্য তোড়জোড় শুরু করল কোম্পানি। চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে আজ সিরিজের দুটি নতুন মডেল অন্তর্ভুক্ত হয়েছে। সার্টিফিকেশন সাইট থেকে এদের ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে জানা গেছে। এছাড়া আগের একটি রিপোর্ট থেকে Honor Magic 8 এর প্রসেসর সহ অন্যান্য তথ্য সামনে এসেছিল। জানা গিয়েছে, আসন্ন এই সিরিজে চারটি মডেল অন্তর্ভুক্ত থাকবে।

Honor Magic 8 সিরিজের মডেল ও লঞ্চের সময়

রিপোর্ট অনুযায়ী, Honor Magic 8 সিরিজে মোট চারটি মডেল থাকতে পারে – Magic 8, Magic 8 Pro, Magic 8 Mini ও Magic 8 Ultra। স্ট্যান্ডার্ড ও প্রো মডেল দুটি সম্ভবত চলতি বছরের অক্টোবর মাসে বাজারে আসতে পারে। আর মিনি ও আল্ট্রা মডেলগুলি লঞ্চ হতে পারে ২০২৬ সালের শুরুর দিকে।

Honor Magic 8 সিরিজের নতুন মডেল উপস্থিত হল 3C সার্টিফিকেশন সাইটে

3C সার্টিফিকেশন সাইটে সম্প্রতি ‘BKQ-AN00’ এবং ‘BKQ-AN80’ মডেল নম্বরের দুটি অনার স্মার্টফোনকে খুঁজে পাওয়া গেছে। টিপস্টাররা দাবি করেছে যে, এগুলি Magic 8 সিরিজের অন্তর্গত। এরমধ্যে প্রথম মডেলটিকে ‘5G ডিজিটাল মোবাইল ফোন’ বিভাগে তালিকাভুক্ত করা হয়েছে। আর দ্বিতীয় মডেলটি বেইদৌ স্যাটেলাইট কানেক্টিভিটি সহ এসেছে। দুই মডেলেই সর্বোচ্চ ৯০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট করবে।

Honor Magic 8 সিরিজের অন্যান্য ফিচার

এর আগে সামনে এসেছিল, পারফরম্যান্সের জন্য ম্যাজিক ৮ সিরিজে কয়েকটি মডেলে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে। এটি সম্ভবত স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর হতে পারে। আর ম্যাজিক ৮ মিনি মডেলটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর সহ আসতে পারে।

এদিকে Magic 8 মডেলে থাকতে পারে ৬.৫৮ ইঞ্চি, যেখানে Magic 8 Pro ডিভাইসে ৬.৭ ইঞ্চি এবং Magic 8 Mini ফোনে তুলনামূলক ছোট ৬.৩ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যেতে পারে। অন্যদিকে, Magic 8 Ultra মডেলটি সিরিজের প্রথম স্মার্টফোন হিসেবে ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা (প্রাইমারি ও পেরিস্কোপ টেলিফটো সেন্সর) সহ আসতে পারে।