১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi 13 5G সহ সেরা তিন স্মার্টফোন, রয়েছে শক্তিশালী ব্যাটারি

এখন কম দামে ভালো ক্যামেরা ফোন কিনতে চাইলে বিকল্পের অভাব নেই। বাজারে ১৫ হাজার টাকার মধ্যে একাধিক ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন পাওয়া যায়। এই ডিভাইসগুলি অনেকটাই প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেয়। এই প্রতিবেদনে আমরা এই ধরনের তিনটি হ্যান্ডসেট সম্পর্কে আলোচনা করবো। এগুলি হল – Redmi 13 5G, Tecno Pova 6 Neo 5G ও POCO M6 Plus 5G মডেল।

কেন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন কেনা উচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন শুধু বেশি মেগাপিক্সেলই ব্যবহারের করতে দেয় না, এর পাশাপাশি ছবির ডিটেলস, শার্পনেস ও লো-লাইট পারফরম্যান্সও এই ক্যামেরা অফার করে। এই ধরনের ফিচার আগে কেবল দামি ফ্ল্যাগশিপ ডিভাইসে পাওয়া যেত

১৫ হাজার টাকার কমে সেরা ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন

Redmi 13 5G

লঞ্চের সময় রেডমি ১৩ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ছিল ১৩,৯৯৯ টাকা, তবে অ্যামাজনে এখন এটি ১১,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার সহ কেনা যাবে। ফিচার হিসেবে এতে রয়েছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ১০৮ মেডিকেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tecno Pova 6 Neo 5G

টেকনো পোভা ৬ নিও ৫জি ভারতে ১২,৯৯৯ টাকায় লঞ্চ হলেও এখন ফ্লিপকার্টে এটি ১১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল AI ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।

POCO M6 Plus 5G

পোকো এম৬ প্লাস ৫জি হল লিস্টের সবচেয়ে সস্তা স্মার্টফোন। ফ্লিপকার্টে এটি মাত্র ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ডিভাইসটির মুখ্য স্পেসিফিকেশনের মধ্যে আছে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও আছে।