দশ হাজার টাকার কমে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন, POCO M6 Plus 5G এখন বিরাট সস্তায়

POCO বাজেট ফোন সেগমেন্টে ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। এমনকি কোম্পানিটি ১০ হাজার টাকার কমে বেশ কয়েকটি 5G ফোন নিয়ে এসেছে। এরমধ্যে উল্লেখযোগ্য, POCO M6 Plus 5G ডিভাইসটি। এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। সাথে গ্লাস ফিনিশড বডি, বড় ডিসপ্লে ও মিড রেঞ্জ প্রসেসর পাওয়া যাবে। এই ফোনটি এখন Flipkart-এ দারুণ অফার সহ বিক্রি হচ্ছে। আসুন অফারে এই হ্যান্ডসেটটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

POCO M6 Plus 5G এর দাম ও অফার

ফ্লিপকার্টে পোকো এম৬ প্লাস ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,০৮০ টাকা। যদিও এর আসল দাম ১৫,৯৯৯ টাকা। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৫ শতাংশ বা ৫০৪ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে এটি ১০,০০০ টাকার কমে কেনা যাবে।

এছাড়া পোকো এম৬ প্লাস ৫জি কেনার সময় আপনি যদি পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে ৮,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই অফার পেয়ে গেলে ডিভাইসটি অনেক কমে নিজের করা যাবে। তবে এক্সচেঞ্জ ভ্যালু কত পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার ফোনের মডেল, অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

POCO M6 Plus 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এম৬ প্লাস ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৪ জেন জেন ২ এই প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য POCO M6 Plus 5G এর পিছনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। আর সামনে সেলফির ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।