বড় স্ক্রিন ও শক্তিশালী ব্যাটারি সহ আসছে Oppo A সিরিজের GT ও‌ Max ফোন

Oppo শীঘ্রই A-সিরিজের অধীনে নতুন দুটি মডেল GT ও Max লঞ্চ করতে চলেছে। আজ চীনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এমনটাই জানিয়েছেন। যদিও কোম্পানির তরফে ডিভাইসগুলি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে টিপস্টারের দৌলতে এদের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। কিন্তু টিপস্টার এখনও এদের পুরো নাম জানাতে পারেনি। আসুন Oppo A সিরিজের GT ও Max‌ মডেল দুটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক

Oppo A সিরিজের GT ও Max‌ মডেলের সম্ভাব্য দাম

টিপস্টার‌ বলেছেন, নতুন Oppo A GT ও Max ডিভাইস দুটির দাম চীনের বাজারে ১,০০০ ইউয়ানের (প্রায় ১২,০০০ টাকা) আশেপাশে রাখা হবে। এই ফোন দুটিতে উন্নত ডিসপ্লে, ভালো পারফরম্যান্স ও লং লাস্টি ব্যাটারি পাওয়া যাবে। এগুলির উৎপাদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

Oppo A সিরিজের GT ও Max‌ স্মার্টফোনের সম্ভাব্য ফিচার

ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, আসন্ন GT ও Max‌ মডেল দুটিতে ১.৫কে এলটিপিএস ফ্ল্যাট ডিসপ্লে পাওয়া যাবে। ডিভাইসগুলি স্ন্যাপড্রাগন ৭ সিরিজের চিপসেট সহ আসবে। ফটোগ্রাফির জন্য এগুলিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। সাথে দেওয়া হবে বড় ব্যাটারি। এই ফিচারগুলি বিদ্যমান Oppo A5 ও A5 Pro-এর তুলনায় কিছুটা উন্নত হবে।

Oppo A5 ও A5 Pro এর স্পেসিফিকেশন

Oppo A5 ডিভাইসটি চলতি বছরের মার্চে বাজারে এসেছে। এতে আছে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট ও ৬,৫০০ এমএএইচ ব্যাটারি। সাথে পাওয়া যাবে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং।

অন্যদিকে, গত বছরের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল Oppo A5 Pro। এতে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং সুপার ব্রাইট সানলাইট স্ক্রিন। আর স্মার্টফোনটি IP69 রেটিং সহ আসায়, জল থেকে সুরক্ষা দেবে।