Oppo K13 Turbo, Oppo K13 Turbo Pro ভারতে ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম কত

চীনের পর আজ সোমবার ভারতে লঞ্চ হল Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro স্মার্টফোন। এদের দাম শুরু হয়েছে ২৭,৯৯৯ টাকা থেকে। উভয় মডেলে ফিচার হিসেবে পাওয়া যাবে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৭,০০০ বর্গমিমি ভেপার কুলিং ইউনিট। আর গেমারদের জন্য Oppo K13 Turbo সিরিজে ইনবিল্ট সেন্ট্রিফিউগাল কুলিং ফ্যান উপস্থিত, যা ডিভাইস দুটিকে অতিরিক্ত গরম হতে দেবে না। পার্থক্য হিসেবে বেস ও প্রো মডেলে ভিন্ন প্রসেসর দেওয়া হয়েছে।
Oppo K13 Turbo, Oppo K13 Turbo Pro এর দাম ও প্রাপ্যতা
ভারতে Oppo K13 Turbo এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ২৭,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এটি ফার্স্ট পার্পেল, নাইট হোয়াইট ও মিডনাইট মাভেরিক কালার অপশনে এসেছে। ফোনটির সেল শুরু শুরু হবে ১৮ আগস্ট থেকে।
এদিকে Oppo K13 Turbo Pro-এর দাম শুরু হয়েছে ৩৭,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র্যাম +২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ডিভাইসটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে ৩৯,৯৯৯ টাকা খরচ হবে। এই মডেলটি মিডনাইট মাভেরিক, পার্পেল ফ্যান্টম ও সিলভার নাইট কালার অপশনে পাওয়া যাবে। এর বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে। Oppo আজ এদের সাথে Turbo Back Clip নামের এক্সটার্নাল কুলিং অ্যাক্সেসরিজও নিয়ে এসেছে, যার দাম ৩,৯৯৯ টাকা।
ওপ্পো কে১৩ টার্বো ও কে১৩ টার্বো প্রো স্মার্টফোন দুটি ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট ও কিছু অফলাইন স্টোর থেকে পাওয়া। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা সেলের সময় ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার পাবেন এবং ৯ মাসের নো-কস্ট ইএমআই সুবিধা থাকবে।
Oppo K13 Turbo, Oppo K13 Turbo Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
Oppo K13 Turbo সিরিজের দুই মডেলের সামনেই দেখা যাবে ৬.৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১,২৮০×২,৮০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ এবং ব্রাইটনেস ১,৬০০ নিটস।
পারফরম্যান্সের জন্য K13 Turbo মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে, আর Pro মডেলে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪। ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫.০.২ কাস্টম স্কিনে চলবে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে, এগুলিতে দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আসবে।
ফটোগ্রাফির জন্য K13 Turbo ও K13 Turbo Pro মডেলের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এগুলিতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। জল ও ধুলো প্রতিরোধের জন্য স্মার্টফোন দুটিতে IPX6, IPX8 এবং IPX9 রেটিং আছে। আর সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।