৬ হাজারের কমে ১২ জিবি র্যামের স্মার্টফোন, Amazon সেলে itel ZENO 10 নিয়ে হইচই

কম বাজেটে ভালো পারফরম্যান্স ও স্টাইলিশ ডিজাইনের ফোন কিনতে চাইলে আপনার গন্তব্য হওয়া উচিত Amazon India। কারণ এই ই-কমার্স প্ল্যাটফর্মে চলমান Great Freedom Sale-এ আকর্ষণীয় ডিল সহ পাওয়া যাচ্ছে itel ZENO 10 স্মার্টফোনটি। এতে আছে ১২ জিবি পর্যন্ত র্যামের সুবিধা, যার মধ্যে ফিজিক্যাল ও ভার্চুয়াল র্যাম রয়েছে। এছাড়া এই ডিভাইসে পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, এইচডি প্লাস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও অক্টা কোর প্রসেসর।
itel ZENO 10 এর দাম ও অফার
সেলে itel ZENO 10 মডেলের দাম রাখা হয়েছে মাত্র ৫,৮৯৯ টাকা। আবার SBI ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ১০% ছাড় পাওয়া যাবে। এই ছাড় পেয়ে গেলে ফোনটি ৫,৪০০ টাকারও কম দামে কিনে নেওয়া যাবে। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করেও ডিসকাউন্ট পাওয়া যাবে।
itel ZENO 10 এর ফিচার ও স্পেসিফিকেশন
আইটেল জেনো ১০ এর সাথে ব্যাক কভার বিনামূল্যে পাওয়া যাবে। আর স্মার্টফোনটি প্রিমিয়াম লুকিং প্রদান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনে চলে।
itel ZENO 10 এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে অক্টা-কোর চিপসেট। এটি ৩ জিবি এবং ৪ জিবি র্যাম সহ এসেছে। এর মধ্যে ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টে অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। সাথে পাওয়া যাবে ৬৪ জিবি স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো সম্ভব। ফটোগ্রাফির জন্য এর পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।