TikTok India Return Govt Responds: ৫ বছর পর ভারতে ফিরছে টিকটক? কি বলছে সরকার

পাঁচ বছর আগে ভারতে ব্যান হওয়া TikTok অ্যাপ নিয়ে ফের চর্চা শুরু হল। অনেক ভারতীয় ব্যবহারকারী দাবি করছেন, টিকটকের অফিসিয়াল ওয়েবসাইট ভারত থেকে খোলা যাচ্ছে। যদিও গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে এখনও অ্যাপটি পাওয়া যাচ্ছে না। এছাড়া ওয়েবসাইটের বিভিন্ন অপশনও সঠিকভাবে কাজ করছে না। TikTok এর প্যারেন্ট কোম্পানি ByteDance এর তরফেও ভারতে ফিরে আসার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
TikTok কামব্যাক নিয়ে কি বলছে ভারত সরকার
এদিকে ভারত সরকারও TikTok এর ফিরে আসা নিয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে একজন মুখপাত্র বলেছেন যে, ভারতে টিকটক এখনও ব্লক রয়েছে। “ভারত সরকার টিকটক আনব্লক করার কোনো নির্দেশ জারি করেনি। এ ধরনের যেকোনো দাবি বা সংবাদ মিথ্যা ও বিভ্রান্তিকর।” বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
কেন ভারতে TikTok বন্ধ হয়েছিল?
২০২০ সালের জুনে কেন্দ্র সরকার জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে টিকটকসহ মোট ৫৯টি জনপ্রিয় চীনা অ্যাপ ব্যান করে। এই অ্যাপগুলি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনা সরকারের হাতে তুলে দিচ্ছিল বলে সন্দেহ করা হয়েছিল। যেহেতু চীনের আইন অনুযায়ী, কোম্পানিগুলিকে সরকার চাইলে ডেটা দিতে হয়, তাই সেই শঙ্কা একেবারেই অমূলক ছিল না।
সীমান্ত সংঘাতের প্রভাব
টিকটক ব্যান হওয়ার পিছনে ভারত-চীন রাজনৈতিক উত্তেজনার ভূমিকা আছে বলে অনেক মনে করেন। সেই সময় গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান। এর পরপরই কেন্দ্র সরকার চীনা অ্যাপগুলি ব্যান করে, যাকে ডিজিটাল স্ট্রাইক বলে সংবাদমাধ্যমগুলির তরফে অ্যাখাও দেওয়া হয়।