জুলাই মাসে সেরা ১০ অ্যান্ড্রয়েড ফোনের লিস্ট প্রকাশ করল AnTuTu, প্রথম স্থানে আছে Red Magic 10S Pro+

২০২৫ সালের জুলাই মাসের Android ফ্ল্যাগশিপ ফোনগুলির পারফরম্যান্স র‍্যাঙ্কিং প্রকাশ করল AnTuTu। যদিও এই লিস্টে বড়সড় কোনো চমক নেই। কারণ গতমাসের মতো জুলাই মাসেও Red Magic 10S Pro+ শীর্ষস্থান ধরে রেখেছে। এই ডিভাইসটি বেঞ্চমার্ক সাইটে গড় স্কোর ২৯,৪৩,৫৩৭। এরপরে আছে Vivo X200 Ultra, iQOO Neo 10 Pro+ মডেলগুলি। এছাড়া সেরা দশ অ্যান্ড্রয়েড ফোনের লিস্টে আর কোন কোন স্মার্টফোন আছে দেখে নেওয়া যাক।

জুলাইয়ে AnTuTu পারফরম্যান্স র‍্যাঙ্কিং লিস্টে শীর্ষে Red Magic 10S Pro+

রেড ম্যাজিক ১০এস প্রো প্লাস মডেলে স্ন্যাপড্রাগন ৮ এক্সট্রিম এডিশন চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ৪.৪৭ গিগাহার্টজ ক্লকস্পিড অফার করবে। আর এর জিপিইউ-ও বুস্ট পেয়ে ১.১ গিগাহার্টজ থেকে বেড়ে ১.২ গিগাহার্টজ হয়েছে। এই কারণেই ডিভাইসটি ‌দুর্দান্ত পারফরম্যান্স করতে সক্ষম হয়েছে।

লিস্টের দ্বিতীয় স্থানে আছে Vivo X200 Ultra মডেলটি, যার স্কোর ২৮,৯৩,১২৫। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম এডিশন চিপসেট। এছাড়া এই ফোনে আকর্ষণীয় ক্যামেরা সেটআপ বর্তমান। ডিভাইসটি ১৪ মিমি, ৩৫ মিমি ও ৮৫ মিমি লেন্স সহ এসেছে।

ভিভোর পরে লিস্টের তৃতীয় স্থানে রয়েছে iQOO Neo 10 Pro+। স্মার্টফোনটির স্কোর ২৮,৮৯,১৪১। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এক্সট্রিম এডিশন চিপসেট। ফলে AnTuTu-র সেরা দশ অ্যান্ড্রয়েড ফোনের লিস্টে প্রথম তিনটি স্মার্টফোন স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত।

AnTuTu-র শীর্ষ ১০ ফোনের লিস্টে আর কোন কোন ফোন আছে

লিস্টে চার নম্বরে আছে Vivo X200s। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর, ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ সহ এসেছে। এর স্কোর – ২৮,৬০,৮৭৫

এর পরে অবস্থান করছে Honor GT Pro। পারফরম্যান্সের জন্য এতেও স্ন্যাপড্রাগন ৮ সিরিজের লেটেস্ট প্রসেসর উপস্থিত। এছাড়া রয়েছে ১২ জিবি র‌্যাম + ৫১ জিবি স্টোরেজ। এর স্কোর – ২৮,৫১,৯৫৬

এদিকে ২৭,২২,২৪৪ স্কোর সহ OnePlus Ace 5 Pro দখল করেছে লিস্টের ষষ্ঠ স্থান। এতে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ এক্সট্রিম এডিশন‌। এতে পাওয়া যাবে ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ।

OnePlus 13 – স্ন্যাপড্রাগন ৮ এক্সট্রিম এডিশন, ২৪ জিবি র‌্যাম + ১ টিবি, স্কোর – ২৭,০৬,৮৯৯।

iQOO 13 – স্ন্যাপড্রাগন ৮ এক্সট্রিম এডিশন, ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ, স্কোর – ২৬,৮৭,৬১১।

Redmi K80 Ultra – মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস, ১৬ জিবি র‌্যাম + ১ টিবি, স্কোর – ২৬,৬৭,৭৮৬।

OPPO Find X8 Ultra – স্ন্যাপড্রাগন ৮ এক্সট্রিম এডিশন, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, স্কোর- ২৬,৬৭,৪০৮।