এক ধাক্কায় প্রায় ১০ হাজার টাকা দাম কমলো Samsung Galaxy A25 ফোনের, তাড়াতাড়ি কিনুন

আগামী ২ মার্চ Galaxy A সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং। এই সিরিজের অধীনে Galaxy A25 এর আপগ্রেড ভার্সন হিসাবে আসবে Samsung Galaxy A26। তবে নতুন ফোনের আসার খবর সামনে আসতেই দাম কমেছে Samsung Galaxy A25 মডেলের। কোনও শর্ত ছাড়াই ডিভাইসটি এখন ই-কমার্স সাইট অ্যামাজনে ৮৫৯৯ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। এর সাথে লোভনীয় ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারও আছে।

Samsung Galaxy A25 অনেক সস্তায় কেনার দুর্দান্ত সুযোগ

স্যামসাং গ্যালাক্সি এ২৫ স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট বর্তমানে ৮,৫৯৯ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। এই ফোনটি এখন অ্যামাজনে ১৮,৩৯০ টাকায় তালিকাভুক্ত আছে। যেখানে গত বছর ডিভাইসটি ভারতে ২৬,৯৯৯ লঞ্চ হয়েছিল।

এর পাশাপাশি ডিভাইসটি ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টে কেনা যাবে। শুধু তাই নয়, আপনি পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন।

Samsung Galaxy A25 এর বিশেষ ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ২৫ স্মার্টফোনে আছে ৬.৫ ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস ১০০০ নিটস। এটি ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর এক্সিনস ১২৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ২৫ হ্যান্ডসেটে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর। এর সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সঙ্গে থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।