৫ থেকে ৭ হাজার টাকার মধ্যে Smart TV খোঁজ করছেন? দেখে নিন তিনটি বিকল্প

কম দামে ভালো স্মার্ট টিভি কিনবেন বলে ভাবছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা ৫ হাজার থেকে ৭ হাজার টাকার মধ্যে থাকা বাজারে উপলব্ধ তিনটি LED টিভি সম্পর্কে বলবো। আর এই তিনটি টিভিতেই পাবেন ক্লিয়ার এইচডি ডিসপ্লে, ঘমঘমে সাউন্ড সিস্টেম ও আধুনিক কানেক্টিভিটি অপশন। এদিকে চলমান ফ্রিডম সেলের কারণে এই টিভিগুলি বিভিন্ন ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাসের সাথে কেনা যাবে। চলুন কোন তিনটি টিভি এত কম দামে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

৫ থেকে ৭ হাজার টাকার মধ্যে স্মার্ট টিভি

Vistek 24 Inch HD LED TV

অ্যামাজনে এই ২৪ ইঞ্চির এইচডি টিভিটি এখন মাত্র ৬,৬৪৯ টাকায় বিক্রি হচ্ছে। সাথে পাওয়া যাচ্ছে ১০ শতাংশ পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ৩৩২ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। আর স্লিম বেজেল লুকের কারণে টিভিটি দেখতে বেশ স্মার্ট। সাউন্ডের জন্য এতে ইনবিল্ট সাউন্ডবার উপস্থিত।কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে এইচডিএমআই, ইউএসবি এবং এভি পোর্ট।

SKYWALL 32 Inch HD Ready LED TV (32SWN)

আপনি ২৪ ইঞ্চির থেকে আরও বড় স্ক্রিনের টিভি চাইলে ৩২ ইঞ্চির এই মডেলটি বেছে নিতে পারেন। অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে এর দাম ৬,৮৯৯ টাকা। এর সাথেও দেওয়া হচ্ছে ১০ শতাংশ ব্যাঙ্ক ও ৩৪৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। আর পুরনো টিভি এক্সচেঞ্জ করে প্রায় ২,৬৭০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলতে পারে। এই টিভিতে পাওয়া যাবে ৩০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে, ২০ ওয়াট সাউন্ড আউটপুট , এইচডিএমআই ও একটি ইউএসবি পোর্ট।

VW 32 Inch Frameless Series HD Ready LED TV (VW32A)

ফ্রেমলেস ডিজাইনের টিভি কিনতে চাইলে VW-এর এই মডেলটি বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ৬,৭৯৯ টাকায় আমাজনে তালিকাভুক্ত এই টিভিটির সাথে ৩৩৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। আর ফিচারের কথা বললে, এতে আছে HD Ready ডিসপ্লে, ২০ ওয়াট সারাউন্ড সাউন্ড স্পিকার।